উত্তর : হারাম কাজও করছে আবার জিকিরও করছে। এ হচ্ছে বিপরীত জীবন। জিকির মানে কি ? জিকির মানে তো আর মন্ত্র না। জিকির মানে হচ্ছে স্মরণ।
কার স্মরণ ? যিকরুল্লাহ আল্লাহর স্মরণ যে আল্লাহকে স্মরণ করে আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে ? আগে অন্তরে কিন্তু আজকালকার অধিকাংশ জিকিরকারীরা হয় বিদয়াতি আর যদি সুন্নতের অনুসারী হয়।
তাহলে মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে অন্তর তাদের জিকরুল্লাহ থেকে গাফেল।আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে তারপরে সে জিকির গুলি পাঠ করতে হবে অর্থ বুঝে অর্থ বুঝলে মানুষের জীবনের উপর তার সুপ্রভাব পড়বে হ্যা। প্রতিক্রিয়া হবে তার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে।
সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয় জ্বি। মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা মুসলিমদের তরিকা হচ্ছে জিকির অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা তারপর জবান দিয়ে স্মরণ করা অঙ্গ পতঙ্গ দিয়ে স্মরণ করা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো। কোন হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম। কাজও করছেন বিসমিল্লাহও বলছেন এ জীবনে দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ঈমানের পরিচয় বহন করে।
তার ঈমান অত্যন্ত দুর্বল যার ফলে গুনার কাজও বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ব্যভিচার করবে বিসমিল্লাহ বলে মদ খাবে হ্যা। এর চাইতে নোংরামি আর কি আছে নোংরামি করছে আবার দৃষ্টতা যে আল্লাহ নাম উচ্চারণ করছে। আল্লাহ হেদায়েত দান করুন সংশোধনের তৌফিক দান করুন।
কার স্মরণ ? যিকরুল্লাহ আল্লাহর স্মরণ যে আল্লাহকে স্মরণ করে আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে ? আগে অন্তরে কিন্তু আজকালকার অধিকাংশ জিকিরকারীরা হয় বিদয়াতি আর যদি সুন্নতের অনুসারী হয়।
তাহলে মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে অন্তর তাদের জিকরুল্লাহ থেকে গাফেল।আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে তারপরে সে জিকির গুলি পাঠ করতে হবে অর্থ বুঝে অর্থ বুঝলে মানুষের জীবনের উপর তার সুপ্রভাব পড়বে হ্যা। প্রতিক্রিয়া হবে তার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে।
সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয় জ্বি। মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা মুসলিমদের তরিকা হচ্ছে জিকির অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা তারপর জবান দিয়ে স্মরণ করা অঙ্গ পতঙ্গ দিয়ে স্মরণ করা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো। কোন হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম। কাজও করছেন বিসমিল্লাহও বলছেন এ জীবনে দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ঈমানের পরিচয় বহন করে।
তার ঈমান অত্যন্ত দুর্বল যার ফলে গুনার কাজও বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ব্যভিচার করবে বিসমিল্লাহ বলে মদ খাবে হ্যা। এর চাইতে নোংরামি আর কি আছে নোংরামি করছে আবার দৃষ্টতা যে আল্লাহ নাম উচ্চারণ করছে। আল্লাহ হেদায়েত দান করুন সংশোধনের তৌফিক দান করুন।
উত্তর প্রদানে
মতিউর রহমান মাদানী হাফি :
৪ নং প্রশ্ন ৭ : ৫৪ সেকেন্ড থেকে ৯ : ৪৮ সেকেন্ড
মতিউর রহমান মাদানী হাফি :
৪ নং প্রশ্ন ৭ : ৫৪ সেকেন্ড থেকে ৯ : ৪৮ সেকেন্ড
Last edited by a moderator: