সালাফী আকিদা ও মানহাজে

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

SignUp Now!

আদব ও শিষ্টাচার প্রশ্ন: সকল প্রকার কাজের শুরুতে কি ‘বিসমিল্লাহ’ বলতে হয়? এমনকি হারাম কাজের শুরুতেও কি বিসমিল্লাহ বলা বৈধ?

shipa

Inquisitive
Q&A Master
Salafi User
Joined
Feb 23, 2023
Threads
347
Comments
399
Reactions
1,882
উত্তর: সকল প্রকার দুনিয়াবি বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। হারাম বা মাকরূহ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম বরং তা আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল।

বিসমিল্লাহ বলার অর্থ উক্ত কাজে আল্লাহর সাহায্য ও বরকত কামনা করা। সুতরাং কেউ যদি আল্লাহর নিষিদ্ধ বা ঘৃণিত কাজে তার নিকট সাহায্য চায় বা বরকত কামনা করে তাহলে তা মহামহিম আল্লাহর সাথে বেয়াদবি করা হল না?

যেখানে হারাম কাজ করার আগে আল্লাহ তাআলার কথা স্মরণ করে সেখান থেকে দূরে সরে আসা আবশ্যক সেখানে বিসমিল্লাহ বলে হারাম কাজ করা কোনভাবেই বৈধ হতে পারে না।

কখন ‘বিসমিল্লাহ্‌’ বলা মুস্তাহাব?

১. টয়লেটে প্রবেশের পূর্বে:
بِسْمِ اللـهِ اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الـخُبْثِ والـخَبَائِثِ
তবে বিসমিল্লাহ ছাড়াও দুয়াটি বর্ণিত হয়েছে।

২. ওজুর শুরুতে بِسْمِ اللهِ

৩. খাওয়ার সময় بِسْمِ اللهِ

৪. প্রাণি জবাই করার সময়: بِسْمِ اللَّـهِ وَاللهُ أكْبرُ
(অনেক আলেমের মতে প্রাণি জবেহের সময় এই দুআ পড়া ওয়াজিব)

৫. স্ত্রী সহবাসের সময়। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرُّهُ
“তোমাদের কোন ব্যক্তি যদি স্ত্রী সহবাসের সময় এই দুআ পাঠ করে:
بِسْمِ اللهِ اللهمَّ جَنِّبْناَ الشَّيْطاَنَ وَجَنِّبِ الشَّيْطاَنَ ماَ رَزَقْتَناَ
‘শুরু করছি আল্লাহর নামে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে সন্তান দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখ।’ তবে তাদের জন্য যদি কোন সন্তান নির্ধারিত হয়ে থাকে, তাহলে শয়তান কখনই তার কোন ক্ষতি করতে পারবে না।” [সহীহ বুখারি, অধ্যায়: দুআ, অনুচ্ছেদ: স্ত্রী সহবাসের সময় যা বলতে হয়। হা/৫৯০৯। মুসলিম অধ্যায়: বিবাহ অনুচ্ছেদ: সহবাসের সময় যা বলা মুস্তাহাব, হা/ ২৫৯১]

৬. নৌযানে আরোহণের সময়
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ
[সূরা হূদ: ৪১]

৭. পত্র লিখার সময়
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
[সূরা নামল: ৩০]

৮. রাস্তায় চলতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেলে বিসমিল্লাহ। যেমন: এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে,
عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ رَجُلٍ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَعَثَرَتْ دَابَّةٌ فَقُلْتُ تَعِسَ الشَّيْطَانُ فَقَالَ لَا تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَعَاظَمَ حَتَّى يَكُونَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولُ بِقُوَّتِي وَلَكِنْ قُلْ بِسْمِ اللَّهِ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَصَاغَرَ حَتَّى يَكُونَ مِثْلَ الذُّبَابِ.
আবু মুলাইহ্‌ থেকে বর্ণিত, তিনি জনৈক ব্যক্তি (ছাহাবী) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে তাঁর আরোহীর পিছনে বসা ছিলাম। এমন সময় আরোহীটি পা ফসকে পড়ে গেল।

তখন আমি বললাম, শয়তান ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “শয়তান ধ্বংস হোক”-এরূপ বলো না। কেননা এতে সে নিজেকে খুব বড় মনে করে। এমনকি ঘরের মত হয়ে যায় এবং বলে, আমার নিজ শক্তি দ্বারা একাজ করেছি। বরং এরূপ মূহুর্তে বলবে ‘বিসমিল্লাহ্‌’। এতে সে অতি ক্ষুদ্র হয়ে যায়। এমনকি মাছি সদৃশ্য হয়ে যায়।” [মুসনাদে আহমাদ হা/ ১৯৭৮২। আবু দাউদ, অধ্যায়: আদব-শিষ্টচার, অনুচ্ছেদ: এরকম বলবে না আমার প্রাণ খবিস হয়ে গেছে। হা/ ৪৩৩০। শায়খ আলবানি হাদিসটিকে সহীহ বলেন, সহীহ তারগীব তারহীব, হা/৩১২৯। সহীহ আবু দাউদ, হা/ ৪৯৮২।)

৯. সূরা তওবা ছাড়া যে কোন সূরা পড়ার শুরুতে
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
১০. মসজিদে প্রবেশের সময়
بسم اللهِ، وَالصَّلاةُ وَالسَّلامُ عَلَى رَسُولِ الله ، اللَّهُمَّ افْتَحْ لِي أبْوَابَ رَحْمَتِكَ
১১. মসজিদ থেকে বের হওয়ার সময়
بِسْمِ اللَّهِ وَالصَّلاةُ وَالسَّلامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيم
১২. এছাড়াও দুনিয়াবি যে কোন বৈধ কাজের শুরুতে।

আল্লাহু আলাম



উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার , সৌদি আরব​
 
Last edited by a moderator:
Similar threads Most view View more
Back
Top