হাদিসে বলা হয়েছে, "অত্যাচারী শাসকের সামনে হক্ক কথা বলা সর্বোত্তম জিহাদ।' (তিরমিযী, হা/২১৭৪; ইবনু মাজাহ, হা/৪০১১; সনদ: সহিহ) এই হাদিস কি ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শাসকের সমালোচনা করে?"
উত্তর:
"না। হাদিসে বলা হয়েছে, অত্যাচারী শাসকের নিকটে। অর্থাৎ, তার নিকটে মুখে মুখে কথা বলা। হাদিসে একথা বলা হয়নি যে, ব্যক্তি (প্রজা বা শাসিত)
খুত্ববাহর মিম্বারে মিম্বারে এবং রাস্তায় রাস্তায় শাসকের সমালোচনা করে বেড়াবে। বরং হাদিসে রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেন, 'তার (অত্যাচারী শাসকের) নিকটে'।
আল্লহ তা'আলা মুসা আলাইহি ওয়া সাল্লাম ও হারুন আলাইহি ওয়া সাল্লাম কে বলেছেন, "তোমরা দু'জনে ফিরাউনের কাছে যাও।
তারপর তার সাথে কোমলভাবে কথা বলো।' (সূরাহ ত্বহা: ৪৩-৪৪)"
হাদিসু আফদ্বালুল জিহাদি কালিমাতু হাক্বক্বিন 'ইনদা সুলতানিন জা'ইরিন- শীর্ষক ফাতওয়া; গৃহীত: শাইখ ড. সালেহ আল ফাওযান হাফিজাহুল্লাহ এর ওয়েবসাইট
Mahfuh Ibn Al-DelowAr
উত্তর:
"না। হাদিসে বলা হয়েছে, অত্যাচারী শাসকের নিকটে। অর্থাৎ, তার নিকটে মুখে মুখে কথা বলা। হাদিসে একথা বলা হয়নি যে, ব্যক্তি (প্রজা বা শাসিত)
খুত্ববাহর মিম্বারে মিম্বারে এবং রাস্তায় রাস্তায় শাসকের সমালোচনা করে বেড়াবে। বরং হাদিসে রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেন, 'তার (অত্যাচারী শাসকের) নিকটে'।
আল্লহ তা'আলা মুসা আলাইহি ওয়া সাল্লাম ও হারুন আলাইহি ওয়া সাল্লাম কে বলেছেন, "তোমরা দু'জনে ফিরাউনের কাছে যাও।
তারপর তার সাথে কোমলভাবে কথা বলো।' (সূরাহ ত্বহা: ৪৩-৪৪)"
হাদিসু আফদ্বালুল জিহাদি কালিমাতু হাক্বক্বিন 'ইনদা সুলতানিন জা'ইরিন- শীর্ষক ফাতওয়া; গৃহীত: শাইখ ড. সালেহ আল ফাওযান হাফিজাহুল্লাহ এর ওয়েবসাইট
Mahfuh Ibn Al-DelowAr