Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
উলকি অঙ্কন করা হারাম এবং কাবীরা গুনাহ। রাসূল (ﷺ) অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন।" যদি কোনো ছোট মেয়ের শরীরে উলকি অঙ্কন করা হয় এবং সে বাধা দিতে না পারে, তাহলে তার কোনো পাপ হবে না, বরং যে অঙ্কন করেছে তার পাপ হবে। কারণ, মহান আল্লাহ কারও উপর সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। এ ছোট্ট মেয়েটির কোনো কিছু করার ক্ষমতা নেই। তবে পরবর্তীতে যদি কোনো ক্ষতির আশঙ্কা ছাড়া উঠিয়ে ফেলা সম্ভব হয়, তাহলে উঠিয়ে ফেলবে।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
কালো রং দ্বারা সাদা চুল রঙিন করা হারাম। কেননা রাসূল (ﷺ) এরূপ করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, 'তোমরা সাদা চুলকে কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে'। এছাড়া যে ব্যক্তি কালো রং দ্বারা তার সাদা চুল রঙিন করে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে কারণে এটি কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যেক নর-নারীর এটিকে পরিহার করা উচিত।
কেননা এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো হয়। মহান আল্লাহ এ সাদা চুলকে সাধারণত বার্ধক্যের চিহ্ন হিসেবে প্রদান করেছেন। অতএব, কালো রং দ্বারা এটিকে পরিবর্তন করলে মহান আল্লাহ তাঁর সৃষ্টির ক্ষেত্রে যে হিকমাহ অবলম্বন করেছেন, তার পরিপন্থি...
কেননা এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো হয়। মহান আল্লাহ এ সাদা চুলকে সাধারণত বার্ধক্যের চিহ্ন হিসেবে প্রদান করেছেন। অতএব, কালো রং দ্বারা এটিকে পরিবর্তন করলে মহান আল্লাহ তাঁর সৃষ্টির ক্ষেত্রে যে হিকমাহ অবলম্বন করেছেন, তার পরিপন্থি...
- Abu Abdullah
- সাদা চুল
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন