- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,945
- Thread Author
- #1
হাজরে আসওয়াদ আদম আলাইহিস সালাম এর সাথে জান্নাত থেকে নেমে-আসা একটি পাথর। যার রং শুরুতে সাদা ছিল। পরে আদম-সন্তানের পাপ তাকে কালো করে দেয়।
ইবনু আব্বাস রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ন হয়েছিল তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র। মানুষের গুণাহ- খাতা এটিকে এমন কালো করে দিয়েছে। – তিরমিজি, হাদিস : ৮৭৭ (সহীহ)
আল-আযরাকী থেকে অন্য একটি বর্ণনায় আছে যে, অত্যাধিক সাদা হওয়া এটি অফুরন্ত চমকাচ্ছিল এবং তখন আদম আলাইহিস সালাম এটি জড়িয়ে ধরেছিলেন, কারণ তিনি এটি দেখে অত্যাধিক খুশি হয়েছিলেন।
এছাড়াও আব্দুল্লাহ ইবনে আমর রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, জীবরীল আলাইহি সালাম এটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে আসলেন এবং কোথায় (কা'বায়) রাখলেন সেটা তোমরা জানো, বললেন তোমরা এটিকে তোমাদের সাথে উত্তম ভাবে ধরে রাখো এবং এটি যেখান থেকে আনা হয়েছে সেখানে ফেরত নেওয়া হবে।
এছাড়া এটিকে জান্নাত থেকে আনার কারণ হিসেবে অনেক আলিম বলছেন যে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো তখন তিনি খুব একাকিত্ব অনুভব করলেন এবং জান্নাতের আকাঙ্ক্ষা অনুভব করলেন এবং তাঁর অন্তর প্রচন্ড সম্পৃক্ত হয়ে রইলো জান্নাতে সাথে। তখন আল্লাহ তা'য়ালা এটিকে (কালো পাথরকে) জান্নাত থেকে এখানে পাঠিয়ে দিলেন যাতে করে তিনি (আদম) আরামপ্রদ অনুভব করেন এবং জান্নাতের আকাঙ্ক্ষা লাঘব হয়। আল্লাহ তা'য়ালা এটিকে চুমু দেওয়া ও স্পর্শ করার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে থাকেন, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ! এই পাথরকে আল্লাহ তা’আলা কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে, এর দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে। যেলোক সত্য হৃদয়ে একে স্পর্শ করবে তার সম্বন্ধে এই পাথর আল্লাহ্ তা’আলার নিকটে সাক্ষ্য দিবে। – তিরমিয, হাদিস : ৯৬১, মিশকাত, হাদিস : ২৫৮০, ছহীহুত তারগীব, হাদিস : ১১৩৯
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করলে গুনাহ সম্পূর্ণ ধুয়ে যায়। – তিরমিজি, হাকিম, হিব্বান
আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালাই ভালো জানেন।
– ইসলাম ওয়েব (ওয়েবসাইট)
ফাতাওয়া নং : ১৫৭৫৪৩
অনুবাদক : মুহাম্মদ নিজাম উদ্দিন
ইবনু আব্বাস রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ন হয়েছিল তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র। মানুষের গুণাহ- খাতা এটিকে এমন কালো করে দিয়েছে। – তিরমিজি, হাদিস : ৮৭৭ (সহীহ)
আল-আযরাকী থেকে অন্য একটি বর্ণনায় আছে যে, অত্যাধিক সাদা হওয়া এটি অফুরন্ত চমকাচ্ছিল এবং তখন আদম আলাইহিস সালাম এটি জড়িয়ে ধরেছিলেন, কারণ তিনি এটি দেখে অত্যাধিক খুশি হয়েছিলেন।
এছাড়াও আব্দুল্লাহ ইবনে আমর রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, জীবরীল আলাইহি সালাম এটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে আসলেন এবং কোথায় (কা'বায়) রাখলেন সেটা তোমরা জানো, বললেন তোমরা এটিকে তোমাদের সাথে উত্তম ভাবে ধরে রাখো এবং এটি যেখান থেকে আনা হয়েছে সেখানে ফেরত নেওয়া হবে।
এছাড়া এটিকে জান্নাত থেকে আনার কারণ হিসেবে অনেক আলিম বলছেন যে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো তখন তিনি খুব একাকিত্ব অনুভব করলেন এবং জান্নাতের আকাঙ্ক্ষা অনুভব করলেন এবং তাঁর অন্তর প্রচন্ড সম্পৃক্ত হয়ে রইলো জান্নাতে সাথে। তখন আল্লাহ তা'য়ালা এটিকে (কালো পাথরকে) জান্নাত থেকে এখানে পাঠিয়ে দিলেন যাতে করে তিনি (আদম) আরামপ্রদ অনুভব করেন এবং জান্নাতের আকাঙ্ক্ষা লাঘব হয়। আল্লাহ তা'য়ালা এটিকে চুমু দেওয়া ও স্পর্শ করার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে থাকেন, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ! এই পাথরকে আল্লাহ তা’আলা কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে, এর দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে। যেলোক সত্য হৃদয়ে একে স্পর্শ করবে তার সম্বন্ধে এই পাথর আল্লাহ্ তা’আলার নিকটে সাক্ষ্য দিবে। – তিরমিয, হাদিস : ৯৬১, মিশকাত, হাদিস : ২৫৮০, ছহীহুত তারগীব, হাদিস : ১১৩৯
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করলে গুনাহ সম্পূর্ণ ধুয়ে যায়। – তিরমিজি, হাকিম, হিব্বান
আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালাই ভালো জানেন।
– ইসলাম ওয়েব (ওয়েবসাইট)
ফাতাওয়া নং : ১৫৭৫৪৩
অনুবাদক : মুহাম্মদ নিজাম উদ্দিন
Last edited: