প্রশ্নোত্তর হজ্জের সামর্থ্য বলতে কী বুঝায়

Joined
Jun 29, 2025
Threads
4,852
Comments
0
Reactions
29,730
প্রশ্ন: হজ্জের সামর্থ্য বলতে কী বুঝায়?


উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।


হজ্জের সামর্থ্য বলতে বুঝায় ব্যক্তি শারীরিকভাবে সুস্থ হওয়া, বায়তুল্লাহ শরিফে পৌঁছানোর মত যানবাহন যেমন- গাড়ী, এরোপ্লেন অথবা সওয়ারী পশুর মালিক হওয়া অথবা ইত্যাদি যানবাহনে ভাড়া দিয়ে চড়ার মত অর্থের মালিক হওয়া, হজ্জ করে ফিরে আসা পর্যন্ত সফরের সম্বল (খাদ্যপানীয়) এর মালিক হওয়া। ব্যক্তির উপর যাদের ভরণপোষণ দেয়া ওয়াজিব হজ্জ থেকে ফিরে আসা পর্যন্ত সময়কালের জন্য তাদের ভরণপোষণ দেয়ার পর উপরোক্ত অর্থ তাঁর কাছে অতিরিক্ত থাকা। আর নারীর ক্ষেত্রে তাঁর স্বামী বা অন্য কোন মোহরেম সাথে থাকা,যিনি তাঁর সাথে হজ্জ বা উমরার সফরের সঙ্গি হবেন।


ফাতাওয়াল্‌ লাজনাহ দায়িমা (ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র)


সুত্র: Islamqa.info
 
Similar threads Most view View more
Back
Top