সোলেমান ইসলাম তাওহীদ

solemanit

Salafi
Salafi User
Joined
Dec 6, 2022
Threads
3
Comments
3
Reactions
26
আলহামদুলিল্লাহ! আল্লাহর কাছে যিনি আমাকে সৎ ও সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হিসাবে হিদায়াত দিয়েছেন। সালাফী আক্বিদা ও মানহাজের সাথে সম্পৃত ২০১৯ সাল থেকে। উস্তাদ - শাইখ মতিউর রহমান মাদানী (হাফি:) একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আর কোন ভ্রুক্ষেপ না করে এই পথ চলা। নিজের সাথে কুরআনের এই আয়াতের সাথে খুব মিল খুজে পাই - "মুমিনদেরকে যখন আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি এ মর্মে আহবান করা হয় যে, তিনি তাদের মধ্যে বিচার, মীমাংসা করবেন, তাদের কথা তো এই হয় যে, তখন তারা বলে: ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম।’ আর তারাই সফলকাম।" - (সূরা: নূর, আয়াত: ৫১)। শত বিপদ-আপদ পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা হকের ওপর রেখেছেন আর ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত রাখবেন এই দু'আ করি। এরপর বিভিন্নভাবে অন্যান্য শাইখদের কাছে থেকে ইলম নিতে শুরু করি। বিশেষ করে- উস্তাদ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফি:) থেকে আক্বিদা ও ফিকহী বিষয়ক দারস শুনা হয়। আর উস্তাদ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী (হাফি:) থেকে "উসুল আল -ফিকাহ" কোর্স করেছি। পেশায় আমি একজন ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার এবং গ্রাফিক্স ডিজাইনার। কাজে যুক্ত আছি- ২০১২ সাল থেকে। প্রথম দিকে পেশায় ছিলাম সিনেমা নিয়ে। এরপর ভিএফএক্স ওপর কোর্স করেছি। অনেক বছর ছিলাম এই কাজের সাথে সম্পৃত। আল্লাহর কাছে শুকরিয়া যে, আমার প্রতি দয়া করে আমাকে হারাম থেকে মুক্ত রেখেছেন। আর ইনশাল্লাহ রাখবেন...
 
Similar threads Most view View more
Back
Top