কাহিনি সে নারী জান্নাতে আছে

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,660
খালিদ ইবনে সাফওয়ান আত তামিমি (তিনি তাবেঈদের যুগে একজন প্রসিদ্ধ বাকপটু ব্যক্তি ছিলেন) একদিন বসরার মসজিদে লোকদেরকে এক জায়গায় একত্রিত হয়ে আলাপ করতে দেখলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, "এটা কিসের জমায়েত?" উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বললেন যে, " একজন মহিলা আছেন যিনি পুরুষদেরকে বিয়ের জন্য সম্ভাব্য পাত্রীর খোঁজ দিয়ে থাকেন- তার ব্যাপারেই কথাবার্তা হচ্ছে।" এই কথা শুনে খালিদ সেই মহিলার সাথে যোগাযোগ করলেন এবং বললেন, "আমি একজন মহিলাকে বিয়ে করতে চাই।" মহিলাটি জিজ্ঞেস করলো, "তার বৈশিষ্ট্য কীরূপ হতে হবে -আমাকে বিস্তারিত বলুন।"

খালিদ বলতে শুরু করলো, "আমি চাই যে- সে হবে এমন একজন কুমারী নারী যে হবে বিবাহিত মহিলাদের মতো বিচক্ষণ অথবা এমন কোনো পূর্ব বিবাহিত নারী যে হবে কুমারীর মতোই নিষ্পাপ। যখন সে কাছে থাকবে তখন হবে সুমিষ্ট, আবার যখন দূরে থাকবে তখন হবে লোভনীয়। সে যেমন বিলাসিতায় দিন কাটাবে একইভাবে দারিদ্র্যপীড়িত জীবনকেও বরণ করে নিবে। সুতরাং তার মধ্যে থাকবে বড়লোকদের মতো শিষ্টাচার এবং দরিদ্রদের মতো বিনয়। যখন (বিয়ের পরে) আমরা অনেক সম্পদ জমা করতে সক্ষম হবো, তখন দুনিয়াদারদের মতো আয়েশী হবো এবং যখন আমরা দরিদ্র হয়ে যাব, তখন পরকালমুখীদের মতো জীবনযাপন করবো।"

এ কথা শুনে পাত্রীসন্ধানকারী মহিলাটি বললো, " আমি আপনার জন্য এরকম মহিলার খোঁজ দিতে পারবো।"

খালিদ জিজ্ঞেস করলো, "সে কোথায় আছে?"

মহিলাটি উত্তর দিল,"জান্নাতে। সুতরাং, তাকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান।"

– আল আক্বদুল ফারইদ : ৭/১১৬
 
Last edited:
Back
Top