‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

অন্যান্য সে কী আসলেই ইমামে আজম ? পর্ব ১

মনসুর বিন মুজাহিম রহিমাহুল্লাহ বলেছেন, আমি মালিক বিন আনাসকে বলতে শুনেছি যে,

"আবু হানিফা দ্বীনকে নিয়ে ঠাট্টা করেছে এবং যে দ্বীনকে নিয়ে ঠাট্টা করে সে ধর্মহীন (কাফের)।"

হাদীসের মান : সহীহ

মুতরিফ রহিমাহুল্লাহ বলেছেন, আমি ইমাম মালিককে বলতে শুনেছি যে,

"দ্বীন থেকে ত্রুটি অবশ্যই নির্মূল করতে হবে এবং আবু হানিফা ছিলো একটি ত্রুটি।"

হাদীসের মান : সহীহ
সূত্র : তারিখে বাগদাদ ১৫ তম খন্ড, পৃষ্ঠা : ৫৫২
.
 

Joynal Bin Tofajjal

Student Of Knowledge

Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Threads
344
Comments
479
Solutions
1
Reactions
4,812
Credits
3,274
তারিখে বাগদাদ সহ ইমাম আহমাদের বেটা আব্দুল্লাহ রাহিঃ এর আস'সুন্নাহ গ্রন্থেও আবি হানিফা'র রদ্দ রয়েছে।
আমার পার্সোনাল অপিনিওয়ন আবি হানিফা যেহেতু কোনো তাবেঈ ছিলেন না এবং যেহেতু উনার থেকে কোনো সহিহ হাদিসও সাব্যস্ত না সেহেতু ওনাকে ওনার যায়গায় ছেড়ে দেয়াই ভালো আল্লাহু আ'লাম । এবং ইনার ব্যাপারে ওলামাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য আছে সেহেতু আমি মনে করি রদ্দ বা দিফা! কোনো'টাই দরকার নেই। ব্যাক্তিগত ভাবে তো আর ওনার থেকে ফায়দা নিচ্ছিনা / পাচ্ছিনা ।
 

Share this page