Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,055
- Thread Author
- #1
সূর্যসন্তান : কুন্তিভোজের কন্যা কুন্তি যৌবনে ঋষি দূর্বাসার পরিচর্যা করায় দূর্বাসা মুনি খুশি হয়ে একটি মন্ত্র শিক্ষা দেন। যে মন্ত্রের মাধ্যমে কোন দেবতাকে আহবান করলে সে দেবতার দ্বারা সন্তান লাভ হবে। কুন্তি একদিন কৌতুহলবশত মন্ত্র পাঠ করে সূর্য দেবতাকে আহবান করে। এতে সূর্যদেবতার ঔরসে কর্ণ নামে এক সন্তানের জন্ম হয়। কুন্তি সামাজিক লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানকে নদীতে ভাসিয়ে দেয়। এই সন্তান হস্তিনাপুরের রাজ সারথী অধিরথের তত্ত্বাবধানে লালিত পালিত হয়।
অতঃপর বিষ্ণুর ৬ষ্ঠ অবতার[১] পরশুরামের কাছে নিজের পরিচয় গোপন করে অস্ত্র বিদ্যা লাভ করে। কর্ণ স্বীয় প্রতিভাবলে বীরত্বে মহাভারতে খ্যাতি অর্জন করেছিল’।[২] সে সময়ে রথচালকদের তথা ক্ষত্রিয় ব্যতীত অন্যান্য নিচু জাতের মানুষদের অস্ত্র শিক্ষা নিষিদ্ধ ছিল এবং সামাজিকভাবে তাদের হেয় করা হত। কর্ণ সে সমাজে বড় হয়েছিল বিধায় সামাজিক জাত বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সারাজীবন সংগ্রাম করেছে। সেখান থেকেই মহাভারতের এই প্রবাদ পুরুষের বীরত্বকে উপজীব্য করে বর্তমান সময়ে সম্মানীত ব্যক্তিদের প্রশংসায় ‘সূর্য সন্তান’ প্রবাদটি ব্যবহার করা হয়।
১. হিন্দু ধর্মে কোন দেবতা মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে জন্ম নিলে তাকে অবতার বলা হয়।
২. মহাভারত, বঙ্গানুবাদ : রাজশেখর বসু, আদিপর্ব, ৪৭ পৃ.।
অতঃপর বিষ্ণুর ৬ষ্ঠ অবতার[১] পরশুরামের কাছে নিজের পরিচয় গোপন করে অস্ত্র বিদ্যা লাভ করে। কর্ণ স্বীয় প্রতিভাবলে বীরত্বে মহাভারতে খ্যাতি অর্জন করেছিল’।[২] সে সময়ে রথচালকদের তথা ক্ষত্রিয় ব্যতীত অন্যান্য নিচু জাতের মানুষদের অস্ত্র শিক্ষা নিষিদ্ধ ছিল এবং সামাজিকভাবে তাদের হেয় করা হত। কর্ণ সে সমাজে বড় হয়েছিল বিধায় সামাজিক জাত বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সারাজীবন সংগ্রাম করেছে। সেখান থেকেই মহাভারতের এই প্রবাদ পুরুষের বীরত্বকে উপজীব্য করে বর্তমান সময়ে সম্মানীত ব্যক্তিদের প্রশংসায় ‘সূর্য সন্তান’ প্রবাদটি ব্যবহার করা হয়।
১. হিন্দু ধর্মে কোন দেবতা মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে জন্ম নিলে তাকে অবতার বলা হয়।
২. মহাভারত, বঙ্গানুবাদ : রাজশেখর বসু, আদিপর্ব, ৪৭ পৃ.।
- মুহাম্মাদ আব্দুর রঊফ