সূরা মুলকের ফযীলত সম্পর্কিত নিম্নোক্ত হাদীসগুলো অবশ্যই সহীহ।
যেমন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কুরআনের ত্রিশ আয়াতের একটি সূরা আছে, যা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে। অবশেষে তাকে ক্ষমা করে দেয়া হবে। সে সূরাটি হচ্ছে- তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ (আবূ দাঊদ, হা/১৪০০; মিশকাত, হা/২১৫৩, সনদ হাসান)।
অন্যত্র বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি প্রত্যেক রাতে ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ পাঠ করবে আল্লাহ তা‘আলা তাকে এর দ্বারা কবরের আযাব থেকে রক্ষা করবেন’ (নাসাঈ, সুনানুল কুবরা, হা/১০৫৪৭; সনদ সহীহ, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৪৭৫)।
হাসান হাদীসও আমলযোগ্য।
যেমন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কুরআনের ত্রিশ আয়াতের একটি সূরা আছে, যা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে। অবশেষে তাকে ক্ষমা করে দেয়া হবে। সে সূরাটি হচ্ছে- তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ (আবূ দাঊদ, হা/১৪০০; মিশকাত, হা/২১৫৩, সনদ হাসান)।
অন্যত্র বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি প্রত্যেক রাতে ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ পাঠ করবে আল্লাহ তা‘আলা তাকে এর দ্বারা কবরের আযাব থেকে রক্ষা করবেন’ (নাসাঈ, সুনানুল কুবরা, হা/১০৫৪৭; সনদ সহীহ, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৪৭৫)।
হাসান হাদীসও আমলযোগ্য।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: