- Joined
- Jun 16, 2023
- Threads
- 42
- Comments
- 61
- Reactions
- 727
- Thread Author
- #1
একটি হাদিসের তাহকীক:
যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম" সাতবার বলবে, তার জন্য জান্নাতে একটি উঁচু দালান তৈরি করা হবে.
من قال سبحان الله العظيم؛ بني له برج في الجنة".
হাদিসের সনদ: ইবন আবি আদ-দুনিয়া → সাঈদ বিন সুলায়মান → উকবাহ বিন আবি আস-স্বাহবা → সাঈদ → সাঈদ তার শাইখ থেকে → তিনি আবু হুরায়রাহ (رضي الله عنه) থেকে → আবু হুরায়রাহ নবী ﷺ থেকে.
তাখরীজ:
ইমাম বুখারী التاريخ الكبير গ্রন্থে বর্ণনা করেছেন (দেখুন, আত তারীখুল কাবির লিল বুখারী, ৪/৫৬৩ হা/৪৬০০, অন্য সংস্করণে ৪/৫৫, হা/১৭৫০)
ইবনু রজব আল হাম্বলী তার "لطائف المعارف فيما لمواسم العام من الوظائف" গ্রন্থে বর্ণনা করেছেন। (দেখুন: লাত্বাঈফুল মা'আরিফি ফিমা লিমাওয়াসিমিল আমী মিনাল ওয়াত্বাঈফ, ১৪৬ পৃষ্ঠা, দার ইবন খুযাইমাহ হতে প্রকাশিত)
ইবনুল কাইয়্যিম আল-জাওয্যিয়াহ তার 'الوابل الصيب' গ্রন্থে বর্ণনা করেছেন।
(দেখুন: আল ওয়াবিলুস সাইয়্যিব ৭৯ পৃষ্ঠা ; প্রকাশনী: দারুল হাদিছ কায়রো, অন্য সংস্করণে ১৯২ পৃষ্ঠা ; প্রকাশনী: দারু আত্বাআতিল ইলম)
উক্ত বর্ণনার সনদে উকবাহ বিন আবি আস্ব-স্বাহবাহ রয়েছেন, যিনা সিকাহ রাবী। তবে তিনি তার শাইখ সাঈদ হতে বর্ণনা করেছেন। উক্ত সাঈদ নামের রাবী মাজহুল। তার প্রসঙ্গে কোনো তাওছীক রিজালশাস্ত্রে কিতাবাদিতে পাওয়া যায়না।
ইমাম ইবন আবি হাতিম (রাহিমাহুল্লাহ) বলেন,
327 - سعيد شيخ روى عن أبي هريرة روى عنه عقبة بن أبي الصهباء. سمعتُ أبي يقول ذلك ويقول: لا أدري من سعيد هذا.
«الجرح والتعديل لابن أبي حاتم» (4/ 76)
একজন শাইখ যিনি আবু হুরায়রাহ এর সূত্রে বর্ণনা করেছেন। তার সূত্রে উকবাহ বিন আবি আস-স্বাহবাহ বর্ণনা করেছে। আমি আমার পিতাকে এটি বলতে শুনেছি আর তিনি বলেছেন, আমার জানা নেই এই সাঈদ ব্যক্তিটি কে!?
(আল-জারহু ওয়াত-তাদীল লি ইবন আবি হাতিম, ৪/৭৬)
শাইখুল ইসলাম ইবনু হাজার আসকালানি (রাহিমাহুল্লাহ) ও তার প্রসঙ্গে ইবন আবি হাতিম (রাহিমাহুল্লাহ) এর কালাম নকল করে বলেন,
سعيد، شيخ روى عن الأعمش . روى عنه عقبة بن أبي الصهباء. قال أبو حاتم: لا أدري من سعيد هذا؟!
«لسان الميزان» (4/ 87)
সাঈদ - একজন শাইখ যিনি আমাশ এর সূত্রে বর্ণনা করেছেন। উকবাহ বিন আবি আস-স্বাহবাহ তার সূত্রে বর্ণনা করেছে। আবু হাতিম বলেন, আমার জানা নেই এই সাঈদ ব্যক্তিটি কে!?
লিসানুল মিযান, ৪/৮৭, রাবী নং ৩৫০৮.
এছাড়াও বর্তমান যুগের দুজন মুহাক্কিক উক্ত বর্ণনার সনদকে দুর্বল আখ্যা দিয়েছেন:
ইবনু রজব আল হাম্বলী (রাহিমাহুল্লাহ) এর 'লাত্বাঈফুল মা'আরিফি ফিমা লিমাওয়াসিমিল আমী মিনাল ওয়াত্বাঈফ' কিতাবের টিকায় মুহাক্কিক আমির বিন আলি ইয়াসিন লিখেছেন -
وهذا سند ضعيف من أجل سعيد هذا الشيخ المجهول. ولا يبعد أن روايته عن أبي هريرة منقطعة، فقد أشار أبو حاتم إلى أنه يروي عن الأعمش عن أبي هريرة
এটি একটি দুর্বল সনদ কারণ এতে সাঈদ নামের এই মাজহুল শাইখ রয়েছে। এছাড়াও আবু হুরায়রাহ এর সূত্রে আসা সাঈদ এর বর্ণনা মুনকাতি, আবু হাতিম যেটা ইঙ্গিত করে বলেছেন যে তিনি আমাশ এর সূত্রে আবু হুরায়রাহ হতে বর্ণনা করেন।
লাত্বাঈফুল মা'আরিফি ফিমা লিমাওয়াসিমিল আমী মিনাল ওয়াত্বাঈফ, ১৪৬ পৃষ্ঠা.
মুহাক্কিক আব্দুর রহমান বিন হাসান বিন ক্বাঈদ বলেন এর সনদ দ্বঈফ:
وذكر ابن أبي الدنيا من حديث أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: قال: "من قال: سبحان الله وبحمده، سبحان الله العظيم -سبع مرات- بني له برج في الجنة".
أخرجه البخاري في "التاريخ الكبير" (3/ 522) موقوفا بإسناد ضعيف
«الوابل الصيب» (ص192)
দেখুন, তার তাহকীককৃত - আল ওয়াবিলুস সাইয়্যিব, ১৯২ পৃষ্ঠা।
শায়েখ সলেহ আল লুহাইদান (রাহিমাহুল্লাহ) কে এই হাদিসের উঁচু দালান নির্মাণ করার অংশটি সহীহ কিনা তা প্রশ্ন করা হলে তিনি বলেন -
كلمة برج لا اتذكرها
"বুরজ (উঁচু দালান) শব্দযুক্ত এমন হাদিস আমার মনে নেই। উক্ত কথাটি (বুরজ নির্মাণ করার কথাটি) ব্যতীত হাদিসটি সহীহ।" বক্তব্যের লিংক
সারাংশ: সাঈদ নামের মাজহুল রাবী সনদে থাকায় সনদটি ত্রুটিপূর্ণ এবং রাসূল ﷺ থেকে হাদিসটি প্রমাণিত নয়।
লেখা: সাফিন চৌধুরী
হাদিসের তাহকীক পেতে যুক্ত হোন: t.me/ideologyofsalaf
যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম" সাতবার বলবে, তার জন্য জান্নাতে একটি উঁচু দালান তৈরি করা হবে.
من قال سبحان الله العظيم؛ بني له برج في الجنة".
হাদিসের সনদ: ইবন আবি আদ-দুনিয়া → সাঈদ বিন সুলায়মান → উকবাহ বিন আবি আস-স্বাহবা → সাঈদ → সাঈদ তার শাইখ থেকে → তিনি আবু হুরায়রাহ (رضي الله عنه) থেকে → আবু হুরায়রাহ নবী ﷺ থেকে.
তাখরীজ:
ইমাম বুখারী التاريخ الكبير গ্রন্থে বর্ণনা করেছেন (দেখুন, আত তারীখুল কাবির লিল বুখারী, ৪/৫৬৩ হা/৪৬০০, অন্য সংস্করণে ৪/৫৫, হা/১৭৫০)
ইবনু রজব আল হাম্বলী তার "لطائف المعارف فيما لمواسم العام من الوظائف" গ্রন্থে বর্ণনা করেছেন। (দেখুন: লাত্বাঈফুল মা'আরিফি ফিমা লিমাওয়াসিমিল আমী মিনাল ওয়াত্বাঈফ, ১৪৬ পৃষ্ঠা, দার ইবন খুযাইমাহ হতে প্রকাশিত)
ইবনুল কাইয়্যিম আল-জাওয্যিয়াহ তার 'الوابل الصيب' গ্রন্থে বর্ণনা করেছেন।
(দেখুন: আল ওয়াবিলুস সাইয়্যিব ৭৯ পৃষ্ঠা ; প্রকাশনী: দারুল হাদিছ কায়রো, অন্য সংস্করণে ১৯২ পৃষ্ঠা ; প্রকাশনী: দারু আত্বাআতিল ইলম)
উক্ত বর্ণনার সনদে উকবাহ বিন আবি আস্ব-স্বাহবাহ রয়েছেন, যিনা সিকাহ রাবী। তবে তিনি তার শাইখ সাঈদ হতে বর্ণনা করেছেন। উক্ত সাঈদ নামের রাবী মাজহুল। তার প্রসঙ্গে কোনো তাওছীক রিজালশাস্ত্রে কিতাবাদিতে পাওয়া যায়না।
ইমাম ইবন আবি হাতিম (রাহিমাহুল্লাহ) বলেন,
327 - سعيد شيخ روى عن أبي هريرة روى عنه عقبة بن أبي الصهباء. سمعتُ أبي يقول ذلك ويقول: لا أدري من سعيد هذا.
«الجرح والتعديل لابن أبي حاتم» (4/ 76)
একজন শাইখ যিনি আবু হুরায়রাহ এর সূত্রে বর্ণনা করেছেন। তার সূত্রে উকবাহ বিন আবি আস-স্বাহবাহ বর্ণনা করেছে। আমি আমার পিতাকে এটি বলতে শুনেছি আর তিনি বলেছেন, আমার জানা নেই এই সাঈদ ব্যক্তিটি কে!?
(আল-জারহু ওয়াত-তাদীল লি ইবন আবি হাতিম, ৪/৭৬)
শাইখুল ইসলাম ইবনু হাজার আসকালানি (রাহিমাহুল্লাহ) ও তার প্রসঙ্গে ইবন আবি হাতিম (রাহিমাহুল্লাহ) এর কালাম নকল করে বলেন,
سعيد، شيخ روى عن الأعمش . روى عنه عقبة بن أبي الصهباء. قال أبو حاتم: لا أدري من سعيد هذا؟!
«لسان الميزان» (4/ 87)
সাঈদ - একজন শাইখ যিনি আমাশ এর সূত্রে বর্ণনা করেছেন। উকবাহ বিন আবি আস-স্বাহবাহ তার সূত্রে বর্ণনা করেছে। আবু হাতিম বলেন, আমার জানা নেই এই সাঈদ ব্যক্তিটি কে!?
লিসানুল মিযান, ৪/৮৭, রাবী নং ৩৫০৮.
এছাড়াও বর্তমান যুগের দুজন মুহাক্কিক উক্ত বর্ণনার সনদকে দুর্বল আখ্যা দিয়েছেন:
ইবনু রজব আল হাম্বলী (রাহিমাহুল্লাহ) এর 'লাত্বাঈফুল মা'আরিফি ফিমা লিমাওয়াসিমিল আমী মিনাল ওয়াত্বাঈফ' কিতাবের টিকায় মুহাক্কিক আমির বিন আলি ইয়াসিন লিখেছেন -
وهذا سند ضعيف من أجل سعيد هذا الشيخ المجهول. ولا يبعد أن روايته عن أبي هريرة منقطعة، فقد أشار أبو حاتم إلى أنه يروي عن الأعمش عن أبي هريرة
এটি একটি দুর্বল সনদ কারণ এতে সাঈদ নামের এই মাজহুল শাইখ রয়েছে। এছাড়াও আবু হুরায়রাহ এর সূত্রে আসা সাঈদ এর বর্ণনা মুনকাতি, আবু হাতিম যেটা ইঙ্গিত করে বলেছেন যে তিনি আমাশ এর সূত্রে আবু হুরায়রাহ হতে বর্ণনা করেন।
লাত্বাঈফুল মা'আরিফি ফিমা লিমাওয়াসিমিল আমী মিনাল ওয়াত্বাঈফ, ১৪৬ পৃষ্ঠা.
মুহাক্কিক আব্দুর রহমান বিন হাসান বিন ক্বাঈদ বলেন এর সনদ দ্বঈফ:
وذكر ابن أبي الدنيا من حديث أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: قال: "من قال: سبحان الله وبحمده، سبحان الله العظيم -سبع مرات- بني له برج في الجنة".
أخرجه البخاري في "التاريخ الكبير" (3/ 522) موقوفا بإسناد ضعيف
«الوابل الصيب» (ص192)
দেখুন, তার তাহকীককৃত - আল ওয়াবিলুস সাইয়্যিব, ১৯২ পৃষ্ঠা।
শায়েখ সলেহ আল লুহাইদান (রাহিমাহুল্লাহ) কে এই হাদিসের উঁচু দালান নির্মাণ করার অংশটি সহীহ কিনা তা প্রশ্ন করা হলে তিনি বলেন -
كلمة برج لا اتذكرها
"বুরজ (উঁচু দালান) শব্দযুক্ত এমন হাদিস আমার মনে নেই। উক্ত কথাটি (বুরজ নির্মাণ করার কথাটি) ব্যতীত হাদিসটি সহীহ।" বক্তব্যের লিংক
সারাংশ: সাঈদ নামের মাজহুল রাবী সনদে থাকায় সনদটি ত্রুটিপূর্ণ এবং রাসূল ﷺ থেকে হাদিসটি প্রমাণিত নয়।
লেখা: সাফিন চৌধুরী
হাদিসের তাহকীক পেতে যুক্ত হোন: t.me/ideologyofsalaf
Last edited: