ফাযায়েলে আমল সুবহানাল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠের ফযিলত

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
653
Comments
796
Reactions
6,944
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন :

১. ‘সুবহানাল্লাহি’ পাঠ করা ওহুদ পাহাড়সম আমল করার চেয়ে মর্যাদাসম্পন্ন। ‘আলহামদুলিল্লা-হি’ পাঠ করা ওহুদ পাহাড়সম আমল করার চেয়ে উত্তম। ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ পাঠ করা’ ওহুদ পাহাড়সম আমল করার চেয়ে উত্তম। ‘আল্লাহু আকবার’ পাঠ করা ওহুদ পাহাড়সম আমল করার চেয়ে উত্তম।(বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/১৬৭২, সনদ ছহীহ)

২. এ চারটি বাক্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই কালেমাগুলো ক্বিয়ামতের দিন পাঠকারীর সামনে ও পিছন থেকে রক্ষাকারী হিসাবে উপস্থিত হবে। (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/১০৬৮৪; সনদ ছহীহ, ছহীহুল জামে‘ হা/৩২১৪)

৪. কেউ যদি এ চারটি বাক্য বলে, তবে তা তার গুনাহ সমূহ ঝরিয়ে দেয়, যেভাবে গাছের পাতাসমূহ ঝরে পড়ে। (তিরমিযী, হা/৩৫৩৩; সনদ হাসান)

৫. এ চারটি বাক্য প্রতিবার পাঠ করার বিনিময়ে পাঠকারীর জন্য জান্নাতে একটি করে গাছ রোপিত হবে। (ইবনু মাজাহ, হা/৩৮০৭, সনদ ছহীহ)

৬. এ বাক্য চারটি জান্নাতের গাছপালা। (তিরমিযী, হা/৩৪৬২; সনদ হাসান)

৭. এগুলোর মাধ্যমে আল্লাহর যে মহিমা বর্ণনা করা হয় তা মৌমাছির গুঞ্জনের ন্যায় শব্দ করে আরশের চারপাশে ঘুরতে থাকে। সেগুলো নিজ নিজ প্রেরকের (পাঠকারীর) কথা উল্লেখ করতে থাকে। (ইবনু মাজাহ, হা/৩৮০৯; সনদ ছহীহ)
 
Back
Top