ব্যাপক লাভ বলতে এমন কাজকে বুঝানো হয় যার লাভ অন্য ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। চাই সে লাভটি আখিরাত সম্পর্কিত হোক যেমন: শিক্ষা দান ও কাউকে আল্লাহ্ তা'আলার প্রতি আহ্বান করা ইত্যাদি অথবা দুনিয়াগত যেমন: কারোর প্রয়োজন পূরণ ও মযলুমকে সাহায্য করা ইত্যাদি।
আর সীমিত লাভ বলতে এমন কাজকে বুঝানো হয় যার লাভ ও পুণ্য আমলকারীর সাথেই সীমাবদ্ধ। যেমন: রোযা, নামায ও ই'তিকাফ ইত্যাদি।
আর সীমিত লাভ বলতে এমন কাজকে বুঝানো হয় যার লাভ ও পুণ্য আমলকারীর সাথেই সীমাবদ্ধ। যেমন: রোযা, নামায ও ই'তিকাফ ইত্যাদি।
মরেও অমর হওয়ার প্রচেষ্টা - PDF
শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ