সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Golam Rabby

ফাযায়েলে আমল যে সকল আমল জান্নাত লাভের নিশ্চয়তা দেয়

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
758
Comments
895
Reactions
8,232
Credits
3,996
১. যে ব্যক্তি তার জিহবা ও লজ্জাস্থানকে হিফাজত রাখবে, স্বয়ং নবীজী তার জন্য জান্নাতের জিম্মাদার - (বুখারী: ৬৪৭৪)

২. যে ব্যক্তি ইয়াতিমের প্রতিপালন করবে, সে এবং রাসূল (ﷺ) জান্নাতে পাশাপাশি থাকবেন - (বুখারী: ৫৩০৪)

৩. যে ব্যক্তি দুটো মেয়ে সন্তানকে ঠিকভাবে লালনপালন করবে, সে রাসূল (ﷺ) সাথে জান্নাতে থাকবে - (তিরমিজি: ১৯১৪)

৪. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন - (আবু দাউদ: ৪৩০)

৫. যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে - (আল মুজামুল কাবির: ৭৪০৬)

৬. যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন - (মুসলিম: ৬৭৪৬)

৭. যে ব্যক্তি কারো কাছে কোনো কিছু ভিক্ষা চাইবে না, রাসূল (ﷺ) তাট জান্নাতের জিম্মাদার হবেন - (আবু দাউদ: ১৬৪৩)

৮. যে ব্যক্তি ন্যায়সংগত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, তার জন্য জান্নাতের উপকন্ঠে একটি প্রাসাদ নির্মাণ করা হবে - (আবু দাউদ: ৪৮০০)

৯. যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি প্রাসাদ নির্মাণ করা হবে - (আবু দাউদ: ৪৮০০)

১০. যে ব্যক্তি নিজের চরিত্র সুন্দর করবে, তার জান্নাতে উচ্চতর স্থানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে - (আবু দাউদ: ৪৮০০)

১১. যে ব্যক্তি সিয়াম রাখে, জানাজা পড়ে, গরিবদের খাওয়ায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, সে জান্নাতে যাবে - (মুসলিম: ২২৬৪)

১২. যারা সালামের প্রসার ঘটাবে, খাবার বিলিয়ে দেবে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাতে দাঁড়াবে, তারা নিশ্চিতে জান্নাতে প্রবেশ করবে - (তিরমিজি: ২৪৮৫)

১৩. যে আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন - (বুখারী: ২৭৮৭)

১৪. আল্লাহর পথে কেউ যদি উটনীর দুগ্ধ দহনের সময় পরিমাণও যুদ্ধ করে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় - (ইবনে মাজাহ: ২৭৯২)

১৫. যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে,আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবেন - (বুখারী: ১৭৭৩)

১৬. যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ এর প্রতিদানে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন - (বুখারী: ৪৫০)

১৭. যে ব্যক্তি ফজর ও আসর সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন - (বুখারী: ৫৭৪)

১৮. যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ (ﷺ) কে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় - (নাসায়ী: ৩১৩১)

১৯. যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমাদনের সিয়াম রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছেমতো প্রবেশ করতে পারবে - (মুসনাদে আহমাদ: ১৬৬১)

২০. যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের জন্য দুআ করে, জান্নাতও তার জন্য দুআ করে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন - (তিরমিজি: ২৫৭২)

২১. যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে 'লা ইলাহা ইল্লাল্লাহ', সে জান্নাতে প্রবেশ করবে - (আবু দাউদ: ৩১১৬)
 
COMMENTS ARE BELOW
Top