ফাযায়েলে আমল যে সকল আমল জান্নাত লাভের নিশ্চয়তা দেয়

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
647
Comments
790
Reactions
6,877
১. যে ব্যক্তি তার জিহবা ও লজ্জাস্থানকে হিফাজত রাখবে, স্বয়ং নবীজী তার জন্য জান্নাতের জিম্মাদার - (বুখারী: ৬৪৭৪)

২. যে ব্যক্তি ইয়াতিমের প্রতিপালন করবে, সে এবং রাসূল (ﷺ) জান্নাতে পাশাপাশি থাকবেন - (বুখারী: ৫৩০৪)

৩. যে ব্যক্তি দুটো মেয়ে সন্তানকে ঠিকভাবে লালনপালন করবে, সে রাসূল (ﷺ) সাথে জান্নাতে থাকবে - (তিরমিজি: ১৯১৪)

৪. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন - (আবু দাউদ: ৪৩০)

৫. যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে - (আল মুজামুল কাবির: ৭৪০৬)

৬. যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন - (মুসলিম: ৬৭৪৬)

৭. যে ব্যক্তি কারো কাছে কোনো কিছু ভিক্ষা চাইবে না, রাসূল (ﷺ) তাট জান্নাতের জিম্মাদার হবেন - (আবু দাউদ: ১৬৪৩)

৮. যে ব্যক্তি ন্যায়সংগত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, তার জন্য জান্নাতের উপকন্ঠে একটি প্রাসাদ নির্মাণ করা হবে - (আবু দাউদ: ৪৮০০)

৯. যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি প্রাসাদ নির্মাণ করা হবে - (আবু দাউদ: ৪৮০০)

১০. যে ব্যক্তি নিজের চরিত্র সুন্দর করবে, তার জান্নাতে উচ্চতর স্থানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে - (আবু দাউদ: ৪৮০০)

১১. যে ব্যক্তি সিয়াম রাখে, জানাজা পড়ে, গরিবদের খাওয়ায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, সে জান্নাতে যাবে - (মুসলিম: ২২৬৪)

১২. যারা সালামের প্রসার ঘটাবে, খাবার বিলিয়ে দেবে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাতে দাঁড়াবে, তারা নিশ্চিতে জান্নাতে প্রবেশ করবে - (তিরমিজি: ২৪৮৫)

১৩. যে আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন - (বুখারী: ২৭৮৭)

১৪. আল্লাহর পথে কেউ যদি উটনীর দুগ্ধ দহনের সময় পরিমাণও যুদ্ধ করে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় - (ইবনে মাজাহ: ২৭৯২)

১৫. যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে,আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবেন - (বুখারী: ১৭৭৩)

১৬. যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ এর প্রতিদানে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন - (বুখারী: ৪৫০)

১৭. যে ব্যক্তি ফজর ও আসর সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন - (বুখারী: ৫৭৪)

১৮. যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ (ﷺ) কে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় - (নাসায়ী: ৩১৩১)

১৯. যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমাদনের সিয়াম রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছেমতো প্রবেশ করতে পারবে - (মুসনাদে আহমাদ: ১৬৬১)

২০. যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের জন্য দুআ করে, জান্নাতও তার জন্য দুআ করে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন - (তিরমিজি: ২৫৭২)

২১. যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে 'লা ইলাহা ইল্লাল্লাহ', সে জান্নাতে প্রবেশ করবে - (আবু দাউদ: ৩১১৬)
 
Similar threads Most view View more
Back
Top