সর্বাবস্থায় আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করা

  • Thread Author
মুহাম্মাদ ইবনু কা‘ব আল-কুরাযী (রাহিমাহুল্লাহ) বলেন :

‘নূহ (আলাইহিস সালাম) খাওয়া শেষে বলতেন, ‘আলহামদুলিল্লাহ’ (সকল প্রশংসা আল্লাহর জন্য), পান শেষে বলতেন ‘আলহামদুলিল্লাহ’, পোশাক পরিধান করে বলতেন ‘আলহামদুলিল্লাহ’ এবং বাহনে আরোহণ করে বলতেন ‘আলহামদুলিল্লাহ’। তাই আল্লাহ তা‘আলা তাঁকে عَبۡدًا شَکُوۡرًا ‘কৃতজ্ঞ বান্দা’ নামে অভিহিত করেছেন’।

– বায়হাক্বী, শুআবুল ঈমান, হা/ ৪৪৭৩
 
Back
Top