- Joined
- Jan 3, 2023
- Threads
- 700
- Comments
- 845
- Reactions
- 7,436
- Thread Author
- #1
হুযাইফা ইবনুল ইয়ামান (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সাথে একটি জানাযায় উপস্থিত ছিলাম, তখন তিনি বললেন,
“আমি কি তোমাদেরকে আল্লাহর সর্বনিকৃষ্ট বান্দা সম্পর্কে জানিয়ে দেবো না? (তারা হলো)
• কঠোর স্বভাবের অধিকারী ও অহংকারী মানুষ।
আমি কি তোমাদেরকে আল্লাহর সর্বোত্তম বান্দা সম্পর্কে জানিয়ে দেবো না? (তারা হলো)
• দুর্বল, বিনয়ী ও অভাবগ্রস্ত ব্যক্তি, যাকে গুরুত্বের চোখে দেখা হয় না, সে যদি আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহ তা অবশ্যই পূরণ করে দেন।”
— মুনযিরি, তারগীব ওয়াত তারহীব : ৪/৩৮
“আমি কি তোমাদেরকে আল্লাহর সর্বনিকৃষ্ট বান্দা সম্পর্কে জানিয়ে দেবো না? (তারা হলো)
• কঠোর স্বভাবের অধিকারী ও অহংকারী মানুষ।
আমি কি তোমাদেরকে আল্লাহর সর্বোত্তম বান্দা সম্পর্কে জানিয়ে দেবো না? (তারা হলো)
• দুর্বল, বিনয়ী ও অভাবগ্রস্ত ব্যক্তি, যাকে গুরুত্বের চোখে দেখা হয় না, সে যদি আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহ তা অবশ্যই পূরণ করে দেন।”
— মুনযিরি, তারগীব ওয়াত তারহীব : ৪/৩৮