Guest viewing is limited
  • আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সবরবিষয়ক উম্মে সুলাইম (রা:) ও আবু তালহা (রা:) এর ঘটনা

উম্মু সুলাইম (রা:) ও আবু তালহা (রা:) এর ভালোবাসার সন্তান মারা গেলে উম্মে সুলাইম (রা:) স্বামীর উদ্দেশ্যে বলেন, ‘হে আবু তালহা, একদল লোক এক বাড়ির কর্তাকে কিছু ধার দিয়েছিল। এরপর তারা তাদের ধার দেওয়া বস্তু ফেরত চাইল। বাড়ির কর্তা এতে কি বাধা দিতে পারে?’ আবু তালহা (রা:) বললেন, ‘না, বাধা দিতে পারে না।’ তখন উম্মে সুলাইম (রা:) বললেন, ‘তাহলে আপনার পুত্রের ব্যাপারে ধৈর্য ধারণ করুন।’

– সহিহ মুসলিম : ৬২১৬; হাদিস একাডেমি
 
Last edited:
Top