জবাব : সফর অবস্থায় ফরয সালাতের পর যিকিরের কথা নবী ﷺ থেকে বর্ণিত হয়নি। তবে আমার কাছে মনে হয়, দুই ফরয সালাতের মাঝে যিকির করা আর দ্বিতীয় ফরয সালাত আদায় করার পর যিকির করার মাঝে পার্থক্য আছে। নবী ﷺ সফর অবস্থায় জমা করতেন অর্থাৎ দুই সালাত একসঙ্গে পড়তেন। বোঝা যায়, দুই ফরয সালাতের মাঝামাঝিতে কোনো বিরতি ছিল না। আর দ্বিতীয় ফরয আদায় করার পর তিনি কোনো বিরতি দিতেন না-এমনটি বোঝা যায় না। তাই বলা যায়, তিনি দ্বিতীয় ফরয আদায় করার পর যিকির-আযকার করতেন।
— তুরাসুল আলবানী ফিল ফিকহ : ২/৩৫১
— ফাতাওয়ায়ে আলবানী, বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
— তুরাসুল আলবানী ফিল ফিকহ : ২/৩৫১
— ফাতাওয়ায়ে আলবানী, বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
Last edited: