এ ধরনের কথা বলা ঠিক নয়। কারণ রিযিকের মালিক আল্লাহ। কেউ কারো রিযিকের দায়িত্ব নিতে পারে না।
মহান আল্লাহ বলেন,
‘এমন বহু জীব-জন্তু আছে, যারা নিজেদের রুযী বহন করে না; আল্লাহই ওদেরকে এবং তোমাদেরকে রুযী দান করেন। আর তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (সূরা আল-আনকাবুত : ৬০)।
অন্যত্র তিনি বলেন,
‘দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা কর না। আমিই তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি’ (সূরা আল-আন‘আম : ১৫১)।
মহান আল্লাহ বলেন,
وَ کَاَیِّنۡ مِّنۡ دَآبَّۃٍ لَّا تَحۡمِلُ رِزۡقَہَا اَللّٰہُ یَرۡزُقُہَا وَ اِیَّاکُمۡ وَ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ
‘এমন বহু জীব-জন্তু আছে, যারা নিজেদের রুযী বহন করে না; আল্লাহই ওদেরকে এবং তোমাদেরকে রুযী দান করেন। আর তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (সূরা আল-আনকাবুত : ৬০)।
অন্যত্র তিনি বলেন,
وَ لَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَکُمۡ مِّنۡ اِمۡلَاقٍ نَحۡنُ نَرۡزُقُکُمۡ وَ اِیَّاہُمۡ
‘দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা কর না। আমিই তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি’ (সূরা আল-আন‘আম : ১৫১)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: