Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,518
- Thread Author
- #1
মূলঃ ঈমান এক। মৌলিক ঈমানের দিক থেকে মুমিনেরা সবাই সমান; তবে তাদের মধ্যে মর্যাদার পার্থক্য হয়ে থাকে- আল্লাহর ভয়, তাকওয়া, কৃপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ এবং উত্তম বস্তুকে আঁকড়ে ধরার মাধ্যমে।
ব্যাখ্যা:
শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) : 'ঈমান এক। মৌলিক ঈমানের দিক থেকে মুমিনেরা সবাই সমান।' এ কথার ব্যাপারে আপত্তি রয়েছে বরং এ কথা বাতিল। কারণ, মৌলিক ঈমানের দিক থেকে সকল মুমিন সমান নয় বরং তাদের মাঝে বিরাট পার্থক্য ও স্তর রয়েছে। রাসুলগণের ঈমান অন্যান্য মানুষের ঈমানের সমান নয়। খুলাফায়ে রাশিদীন ও অন্যান্য সাহাবীর ঈমান অন্যান্য মানুষের ঈমানের মতো নয়। অনুরূপভাবে মুমিনদের ঈমান, ফাসিকদের ঈমানের মতো নয়। ঈমানের এসব স্তর তৈরি হয় অন্তরে বিদ্যমান আল্লাহর ব্যাপারে, আল্লাহর নাম ও গুণাবলির ব্যাপারে ও বান্দাদের জন্য আল্লাহর শরীআতের ব্যাপারে জ্ঞান অনুযায়ী। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মত। এ মত মুরজিয়া ও তাদের মতের অনুসারীদের বিপরীত। আল্লাহই সাহায্যস্থল।
শাইখ ইবনু মানি (রাহিমাহুল্লাহ) : সন্দেহাতীত হক হলো, মৌলিক ঈমানের দিক থেকে বিভিন্ন স্তর রয়েছে। কোনো মানুষের ঈমান জিবরীলের ঈমানের মতো নয় এবং রাসূলের ঈমানের মতো নয়। 'মৌলিক ঈমানের দিক থেকে মুমিনেরা সবাই সমান' এটি আহলুস সুন্নাহর আকীদা নয়।
শাইখ আলবানী (রাহিমাহুল্লাহ) : আমি বলবো, 'ঈমান স্বীকারোক্তি ও বিশ্বাসের নাম' আলোচনায় আপনি অবগত হয়েছেন যে, ঈমানের মূলাংশে সবাই সমান নয় বরং ভিন্নতা রয়েছ। সৎবান্দার ঈমান পাপী বান্দার ঈমানের মতো নয়। বিষয়টি আবার অধ্যয়ন করুন।
– শারহুল আকীদাহ আত তহাবিয়্যাহ, বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
Last edited: