সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সিয়াম শুধু আশুরার দিন (১০ তারিখে) সিয়াম রাখা কী মাকরূহ?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,468
Credits
4,277
(১). হাম্বলীর মাযহাবের একজন মহান পণ্ডিত, 'আলা আদ-দ্বীন' আলী ইবনে সুলেমান ইবনে আহমদ আল- মারদাভি(رَحِمَهُ ٱللَّٰهُ)[মৃত্যু: ৮৮৫ হিজরী/১৪৮০ খ্রিস্টাব্দ] তিনি বলেছেন, ❝মাযহাবের সঠিক মতানুযায়ী,একক- ভাবে ১০ তারিখ রোযা রাখা মাকরুহ নয়।শাইখ তাকী উদ্দিন (ইবনে তাইমিয়া) ও একমত পোষণ করেছেন যে, মাকরুহ হবে না❞। [আল-ইনসাফ' খন্ড: ৩ পৃষ্ঠা: ৩৪৬]

(২). সৌদি সর্বোচ্চ ‘উলামা পরিষদের সম্মানিত সদস্য, বিগত শতাব্দীর শ্রেষ্ঠ ফাক্বীহ, মুহাদ্দিস, মুফাসসির ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (رَحِمَهُ ٱللَّٰهُ) [মৃত-১৪২১ হিজরী/ ২০০১ খ্রিস্টাব্দ] তিনি বলেছেন, ❝আশুরার সিয়াম শুধুমাত্র একদিন পালন করা মাকরূহ বা অপছন্দনীয় নয় বরং এটি জায়েয। তবে উত্তম হচ্ছে 'আশুরার দিনের আগে অথবা পরে একদিন যোগ করা❞ [মাজমূ আল ফাতাওয়া উসাইমিন, খন্ড: ২০ পৃষ্ঠা: ৪২]

(৩). সৌদি আরবের একজন সালাফি পণ্ডিত মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ (حَفِظَهُ اللّهُ) [জন্ম: ১৩৮০ হিজরী./১৯৬০ খ্রি.] তিনি বলেছেন, ❝আর যে ব্যক্তি ৯ তারিখে রোযা রাখতে পারেনি সে ব্যক্তি শুধু ১০ তারিখে রোযা রাখতে কোন অসুবিধা নেই,এটা মাকরুহ হবে না।যদি এর সাথে ১১ তারিখও রোযা রাখে তাহলে সেটা উত্তম❞। [ইসলাম সওয়াল-জবাব ফাতাওয়া নং ১২৮৪২৩]

(৪). সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দাইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণ বলেছেন,

❝রাসূল ﷺ কেবল একদিন আশুরার সিয়াম পালন করেছেন।তাই একদিন সিয়াম পালনকে মাকরূহ বলা সরাসরি সুন্নাহ পরিপন্থী❞। [ফাতাওয়া আল লাজনা আল দায়েমায়, খন্ড: ১০ পৃষ্ঠা: ৪০১]
 
Top