Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
যেসব মুফতি ফাতওয়া দেওয়ার ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেন বলে প্রসিদ্ধি লাভ করেছেন আমজনতার জন্য তাদের তাকলীদ (অন্ধভাবে মানা) এর বিধান
যদি কোনো মুজতাহিদের ব্যাপারে জানা যায় যে, ফাতওয়া দেওয়ার ক্ষেত্রে তিনি মুতাসাহিল* তাহলে তার ফাতওয়া অনুযায়ী আমল করা যে-কোনো সাধারণ মুসলিমের জন্য হারাম।
কারণ একজন সাধারণ মুসলিম তো মুজতাহিদের ফাতওয়ার ওপর তখনই আমল করেন যখন তিনি বিশ্বাস করেন যে, এ মুজতাহিদের ফাতওয়াটি শরীআতের বিধান অনুযায়ী হয়েছে। কিন্তু যদি সে জেনে যায় যে, ফাতওয়া দেওয়ার ক্ষেত্রে এই মুজতাহিদ তো মুতাসাহিল, তাহলে সাধারণ মুসলিমের অন্তরে তার ফাতওয়াটি শারঈ বিধান অনুযায়ী না হওয়ার ব্যাপক ধারণার উদ্রেক ঘটবে। ফলে সেই মুজতাহিদের ফাতওয়ার ওপর আমল করার যে যৌক্তিক কারণ ছিল, তা আর অবশিষ্ট থাকে না।
* 'মুতাসাহিল' বলতে বোঝানো হয়েছে, যিনি নিয়মনীতির তোয়াক্কা না করে উদার নীতি অবলম্বনকারী অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণ গবেষণা করেন না, প্রচুর নজর প্রদান করেন না।
– শারহুল কাওকাবিল মুনির (৪/৫৮৮); আল মাজমু' (১/৮১); ই'লামুল মুওয়াক্কিঈন (৪/২৮২); আল মুসাওয়াদাহ, পৃ. ৫৩৭; আত তাকলীদ, পৃ. ১৫৪
– মুসলিম আমজনতার সাথে জড়িত উসূল ও ফিকহের মূলনীতিসমূহ, দ্বিতীয় অধ্যায়; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স