শারহু লুমআতিল ইতিকাদ আকীদাহ ও মানহাজের দাওয়াতের দিক থেকে আমাদের দেশের সালাফি দাওয়াত আজ পর্যন্ত অনেক নবীন অবস্থায় রয়েছে বলা যায়। এসব বিষয়ের উপর বাংলা ভাষায় বই প্রায় অপ্রতুল বললেই চলে। কিছু ক্ষুদ্র পুস্তিকা নানা প্রকাশনী থেকে প্রকাশ পেলেও আলেমদের ইস্তিলাহী উদ্দেশ্য সঠিক রেখে বাংলা ভাষায় সঠিক ও নির্ভুল তরজমায় আকীদাহ্ ও মানহাজের উল্লেখযােগ্য ক্লাসিকাল গ্রন্থ অথবা তাদের ব্যাখ্যাসমূহ প্রায় নেই বললেই চলে। লুমআতুল ই’তিকাদের ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থটি আশাকরি সেই শূন্যস্থান পূরণে সহায়তা করবে ইনশা আল্লাহ্।
শারহু লুমআতিল ইতিকাদ আকীদাহ ও মানহাজের দাওয়াতের দিক থেকে আমাদের দেশের সালাফি দাওয়াত আজ পর্যন্ত অনেক নবীন অবস্থায় রয়েছে বলা যায়। এসব বিষয়ের উপর বাংলা ভাষায় বই প্রায় অপ্রতুল বললেই চলে। কিছু ক্ষুদ্র পুস্তিকা নানা প্রকাশনী থেকে প্রকাশ পেলেও আলেমদের ইস্তিলাহী উদ্দেশ্য সঠিক রেখে বাংলা ভাষায় সঠিক ও নির্ভুল তরজমায় আকীদাহ্ ও মানহাজের উল্লেখযােগ্য ক্লাসিকাল গ্রন্থ অথবা তাদের ব্যাখ্যাসমূহ প্রায় নেই বললেই চলে। লুমআতুল ই’তিকাদের ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থটি আশাকরি সেই শূন্যস্থান পূরণে সহায়তা করবে ইনশা আল্লাহ্।