প্রবন্ধ শাপে বর - ইসলামী আক্বীদা পরিপন্থী বাংলা প্রবাদ

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,054
শাপে বর : শাপ অর্থ অভিশাপ এবং বর অর্থ দেবতা কিংবা মুনি-ঋষিদের মুখ নিঃসৃত কল্যাণ বাক্য। শাপে বর প্রবাদটির অর্থ অনিষ্টে ইষ্ট লাভ অথবা অকল্যাণ থেকে কল্যাণ লাভ করা। অযোধ্যার রাজা দশরথের তিন স্ত্রী থাকার পরও দীর্ঘদিন সন্তানসুখ থেকে বঞ্চিত ছিলেন। একদিন তিনি হরিণ শিকারে বনে যান। আবছা অন্ধকারে শব্দ ভেদী বান[1] নিক্ষেপ করে ভুলক্রমে অন্ধ ঋষির একমাত্র পুত্রকে হত্যা করেন। ঋষি দম্পতি অন্ধ ছিলেন বিধায় তাদের সার্বিক দেখভালের দায়িত্ব সে পুত্রের উপর ন্যস্ত ছিল। পুত্র শোকে বিহবল হয়ে ঋষি রাজা দশরথকে পুত্র শোকে মৃত্যু হওয়ার অভিশাপ দেন। উক্ত অভিশাপ কেবল পুত্র সন্তান থাকলেই বাস্তবায়ন সম্ভব। অথচ দশরথের তখনো কোন পুত্রই ছিল না। সেজন্য এই অভিশাপ প্রকারান্তরে তার জন্য কল্যাণ বয়ে আনে। নিঃসন্তান রাজা পুত্র লাভ করেন। তাই কারো অপকারের জন্য অভিশাপ দেওয়ার পর সেটা যদি উপকারে পরিণত হয় তখন সে অবস্থাকে শাপে বর বলা হয়’।[2]

[1]. শব্দ শুনে অনুমানের ভিত্তিতে বান নিক্ষেপ করা।
[2]. সরল বাঙ্গালা অভিধান, সুবল চন্দ্র মিত্র, অষ্টম সংস্করণ : জুলাই ১৯৮৪, পৃ : ১৬১৫।

- মুহাম্মাদ আব্দুর রঊফ।​
 
Similar threads Most view View more
Back
Top