- Joined
- Jan 3, 2023
- Threads
- 773
- Comments
- 923
- Reactions
- 8,150
- Thread Author
- #1
শবেবরাতের বিষয়ে সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য শাইখ ড. ইবন জিবরীন (রাহিমাহুল্লাহ)’র মন্তব্য
শাইখ ইবন জিবরীন (রাহিমাহুল্লাহ) বলেন :
শাবান মাসের মধ্য রজনীর ফযিলতের ব্যাপারে এমন কোনো বিশুদ্ধ মারফু হাদীস নেই, যা অনুসরণ করা যেতে পারে, এমনকি ফাযায়েলের অধ্যায়গুলোতেও নেই। তাবেঈনদের থেকে কিছু মাকতু বর্ণনা পাওয়া যায় এবং এছাড়া কিছু হাদীসও আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ভালো হাদীসটিও নিতান্ত দুর্বল বা জাল।
ঐ বর্ণনাগুলো অনেক দেশে প্রসিদ্ধি লাভ করেছে যেসব দেশগুলোতে অজ্ঞতার সয়লাব বেশি। সে বর্ণনাগুলোতে রয়েছে যে, এই রাতে মানুষের আয়ু লেখা হয় বা সেই দিনেই সিদ্ধান্ত হয় যে আগামী বছরে কে মারা যাবে।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এ রাতটি ইবাদতে কাটানো, পরদিন রোযা রাখা কিংবা আলাদাভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করে নির্দিষ্ট ইবাদতের জন্য নির্ধারণ করা শরিয়তসম্মত নয়। বিপুল সংখ্যক অজ্ঞ লোকদের এইদিনে বিভিন্ন আমল করা দেখে প্রতারিত হওয়া উচিত নয়। আল্লাহ্ই সর্বজ্ঞ।
— islamqa.info, fatwa no. 8907
শাইখ ইবন জিবরীন (রাহিমাহুল্লাহ) বলেন :
শাবান মাসের মধ্য রজনীর ফযিলতের ব্যাপারে এমন কোনো বিশুদ্ধ মারফু হাদীস নেই, যা অনুসরণ করা যেতে পারে, এমনকি ফাযায়েলের অধ্যায়গুলোতেও নেই। তাবেঈনদের থেকে কিছু মাকতু বর্ণনা পাওয়া যায় এবং এছাড়া কিছু হাদীসও আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ভালো হাদীসটিও নিতান্ত দুর্বল বা জাল।
ঐ বর্ণনাগুলো অনেক দেশে প্রসিদ্ধি লাভ করেছে যেসব দেশগুলোতে অজ্ঞতার সয়লাব বেশি। সে বর্ণনাগুলোতে রয়েছে যে, এই রাতে মানুষের আয়ু লেখা হয় বা সেই দিনেই সিদ্ধান্ত হয় যে আগামী বছরে কে মারা যাবে।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এ রাতটি ইবাদতে কাটানো, পরদিন রোযা রাখা কিংবা আলাদাভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করে নির্দিষ্ট ইবাদতের জন্য নির্ধারণ করা শরিয়তসম্মত নয়। বিপুল সংখ্যক অজ্ঞ লোকদের এইদিনে বিভিন্ন আমল করা দেখে প্রতারিত হওয়া উচিত নয়। আল্লাহ্ই সর্বজ্ঞ।
— islamqa.info, fatwa no. 8907
অনুবাদক : আবদুর রাফি জয়
Last edited by a moderator: