- Joined
- Nov 5, 2024
- Threads
- 25
- Comments
- 52
- Reactions
- 314
- Thread Author
- #1
প্রিয় রাসুল সাঃ মদিনায় হিজরত করার পর প্রথম যে গুরুত্তপূর্ন কাজ হাতে নিলেন, তা হল মসজিদে নববীর নির্মান কাজ। আর এজন্যে নির্বাচিত হল সেই স্থানটি যেখানে তার উটনীটি বসে পড়েছিলো। এই স্থানটির মালিক ছিলো দুই অনাথ বালক। তিনি সেই স্থানটি ন্যায্যমূল্যে তাদের থেকে ক্রয় করেন।
তিনি নিজে নির্মান কাজেও অংশগ্রহণ করেন এবং যখন ইট পাথর বহন করছিলেন তখন বলেছিলেন,
রাসুল সাঃ এর কর্মধারা সকল সাহাবাদের উৎসাহিত, উদ্দীপিত এবং উজ্জীবিত করে। এজন্যে তারাও বলে যদি আমরা বসে থাকি আর রাসুল সাঃ কাজ করেন তাহলে এটা হবে আমাদের বাতিল কাজ এবং পথভ্রস্টতা। এভাবেই চলতে থাকে মসজিদে নববীর নির্মানকাজ।
- আর রাহিকুল মাখতুম ২য় খন্ড, প্রথম অধ্যায় [কাতেবিন প্রকাশনী]
(ইনশা'আল্লাহ পুরাটা বই শেষ করার পর ছোট একটা রিভিউ করার ইচ্ছে আছে)
তিনি নিজে নির্মান কাজেও অংশগ্রহণ করেন এবং যখন ইট পাথর বহন করছিলেন তখন বলেছিলেন,
«اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَة، فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَةِ »
"হে আল্লাহ, জীবনতো কেবল পরকালেরই জীবন। অতএব আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করুন।"
(বুখারির অন্য হাদিস বর্ণনায় فَأَصْلِحِ শব্দটিও পাওয়া যায় فَاغْفِرْ এর পরিবর্তে, যা ভালোর দিকে পরিবর্তন বুঝায়)
রাসুল সাঃ এর কর্মধারা সকল সাহাবাদের উৎসাহিত, উদ্দীপিত এবং উজ্জীবিত করে। এজন্যে তারাও বলে যদি আমরা বসে থাকি আর রাসুল সাঃ কাজ করেন তাহলে এটা হবে আমাদের বাতিল কাজ এবং পথভ্রস্টতা। এভাবেই চলতে থাকে মসজিদে নববীর নির্মানকাজ।
- আর রাহিকুল মাখতুম ২য় খন্ড, প্রথম অধ্যায় [কাতেবিন প্রকাশনী]
(ইনশা'আল্লাহ পুরাটা বই শেষ করার পর ছোট একটা রিভিউ করার ইচ্ছে আছে)