সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
S

প্রশ্নোত্তর লাইলাতুল কদর কি ভিন্ন এলাকার জন্য ভিন্ন ভিন্ন হতে পারে?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,810
Credits
2,125
অধিকাংশ আলেম বলেন, লাইলাতুল কদর একটিই, যদিও তা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে প্রবেশ করে। যেমন আরবদেশে তাদের সূর্য ঢুবার পরে প্রবেশ করলেও আফ্রিকার দেশগুলোতে তাদের দেশের সূ্র্য ডুবার পরে প্রবেশ করে। সুতরাং যখনই কোনো এলাকায় সূর্য ডুববে তখনই তাদের সেখানে লাইলাতুল কদর হবে। আর সেখানকার সুবহে সাদিক পর্যন্ত অবশিষ্ট থাকবে। যদিও তাতে ২০ ঘন্টার বেশি সময় লাগে। যেখানে রাত ডুকবে সেখানকার পূর্ণ রাত লাইলাতুল কদর হিসেবে ধরা হবে। আর ফিরিশতা প্রতি এলাকার জন্য আলাদা নাযিল হওয়ার বিষয়টি অসম্ভব কিছু নয়।
অপরদিকে শাইখ মুহাম্মদ নাসেরুদ্দীন আল-আলবানীর একটি মত দেখা যায় যে, লাইলাতুল কদর অঞ্চল ভিত্তিক ভিন্ন দিন তারিখেও হতে পারে।
প্রথম মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্চে।
আল্লাহ আমাদেরকে লাইলাতুল কাদর পাবার তৌফিক দিন। আমীন।

Abubakar Muhammad Zakaria
 
Top