উসূলুল ফিকহ রুখসাত বা ছাড় খুঁজে নেওয়ার বিধান

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
653
Comments
796
Reactions
6,949
একজন সাধারণ মুসলিমের জন্য ‘রুখসাত’ খুঁজে বেড়ানো হারাম হওয়ার ব্যাপারে আলিমগণ ইজমা বা ঐকমত্য বর্ণনা করেছেন। যেমন— সে যখনই তার যুগের আলিমদের কোথাও সহজ ফাতওয়া ও ছাড় দেখতে পায় সেটাকেই আমল করতে থাকে। যার মধ্যে এমন ছাড় খোঁজার প্রবণতা রয়েছে, আলিমগণ তার ওপর ‘ফাসিক’ হওয়ার বিধান প্রদান করেছেন। কারণ,

• মুসলিম আলিমগণের কেউই এভাবে সকল ছাড় অনুসরণ করাকে জায়েয বলেননি; কেননা একজন মুজতাহিদ কোনো মাসআলাতে ‘ছাড় নীতি”-র প্রবক্তা হলেও অপর মাসআলাতে তিনি ‘ছাড় দেওয়ার নীতি অবলম্বন করেননি। [১]

• তা ছাড়া এটি হারাম হওয়ার আরও প্রমাণ হচ্ছে, আলিমগণের পদস্থলনগুলোকে অনুসরণ করার ব্যাপারে আসা সাবধানবাণীগুলো। [২]

• অনুরূপভাবে মুকাল্লাফ তথা আদিষ্ট মানুষকে দীনের ব্যাপারে সতর্ক ও সজাগ হতে অনেক নস (কুরআন-হাদীসের ভাষ্য) এসেছে, যেমন— রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর এই হাদীস :

“হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট। এর মধ্যে যা আছে তা হলো সন্দেহযুক্ত, যা অনেকের কাছে অজানা। আর যে এই সন্দেহযুক্ত কাজ থেকে বেঁচে থাকে, সে তার দীন ও সম্মানকে বাঁচিয়ে রাখে।” [৩]

এবং এই হাদীস :

“যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই, তা গ্রহণ করো।” [৪]

[১] মাসআলাটি দেখুন : শারহুল কাওকাবিল মুনির (৪/৫৭৭); আল-মাজমু' (১/৯৬); আল-মুসাওয়াদাহ, পৃ. ২১৮; আল-মুওয়াফাকাত (৪/১৪৪, ২৫৯); ফাওয়াতিহুর রাহামুত (২/৪০৬); ইরশাদুল ফুহুল, পৃ. ২৭২; আল-মুস্তাসফা (২/৩৯১); তাইসিরুত তাহরির (৪/২৫৪); আত-তাকলীদ, পৃ. ১৫৪

[২] এ সংক্রান্ত কিছু নস বা ভাষ্য দেখুন: আত-তাকলীদ, পৃ. ১৫৫; আল-মুওয়াফাকাত (৪/১৭০)। যেমন- ইমাম আওযাঈ বলেন, যে লোক আলিমগণের ‘নাওয়াদির' অনুসরণ করবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বাইহাকি, সুনানুল কুবরা (১০/৩৫৬), বর্ণনা নং ২০৯১৮; শু'আবুল ঈমান (৩/৩২৪), বর্ণনা নং ১৭৭৮

[৩] বুখারি, আল-জামিউস সহীহ, হা. ৫২; মুসলিম, আস-সহীহ, হা. ১৫৯৯

[৪] তিরমিযি, আল-জামিউ, হা. ২৫১৮, ইমাম তিরমিযি হাদীসটিকে সহীহ বলেছেন


— মুসলিম আমজনতার সাথে জড়িত উসূল ও ফিকহের মূলনীতিসমূহ, নবম পরিচ্ছেদ; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
 
Back
Top