‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

অন্যান্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে নয়টি ব্যাপারে ওসিয়াত করেছেন

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
748
Comments
884
Reactions
8,043
Credits
3,966
আবু দারদা (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নয়টি ব্যাপারে ওসিয়াত করেছেনঃ

(১) আল্লাহর সাথে কিছু শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নিদগ্ধ করা হয়।

(২) ইচ্ছাকৃতভাবে ফরয নামায ত্যাগ করো না, যে ব্যক্তি স্বেচ্ছায় ফরয নামায ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোন দায়িত্ব নাই।

(৩) মদ্যপান করো না, কেননা তা সকল অনাচারের চাবি।

(৪) তোমার পিতা-মাতার আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে।

(৫) শাসকদের সাথে বিবাদে জড়াবে না, এমনকি যদিও তুমি মনে করো যে, তুমিই সঠিক।

(৬) যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, যদিও তুমি ধ্বংস হও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে।

(৭) তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো।

(৮) তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না এবং

(৯) তাদের মধ্যে মহামহিম আল্লাহর ভয় জাগ্রত রাখবে।

– আল-আদাবুল মুফরাদ, হাদীস: ১৮, সনদ: হাসান
 

Share this page