- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,947
- Thread Author
- #1
• আব্দুল্লাহ ইবনু 'আমর ইবনুল 'আছ (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি রাত্রিতে ছালাতে দাঁড়িয়ে দশটি আয়াত পাঠ করবে, তাকে গাফেলদের মধ্যে গণ্য করা হবে না এবং যে ব্যক্তি একশ আয়াত পাঠ করবে তাকে বিনয়ীদের মধ্যে গণ্য করা হবে, আর যে ব্যক্তি এক হাজার আয়াত পাঠ করবে, তাকে অধিক কার্যকারীদের মধ্যে গণ্য করা হবে।” — আবূ দাউদ, হা/১৩৯৮ (সহীহ)
• আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি রাতে দশটি আয়াত তেলাওয়াত করবে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না।” — মুসতাদরাকে হাকেম, হা/ ২০৪১; সিলসিলা ছহীহাহ হা/৬৪৩
• ফুযালা ইবনে উবাইদ ও তামীম দারী (রাদিআল্লাহু আনহুম) থেকে বর্ণিত, নবী করীম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি রাতে দশটি আয়াত পাঠ করবে, তার জন্য 'কিনত্বার' পরিমাণ ছওয়াব লিখা হবে। আর কিনত্বার হচ্ছে দুনিয়া এবং তার মধ্যস্থিত সকল বস্তু হতে উত্তম। ক্বিয়ামত দিবসে মহান আল্লাহ বলবেন, একটি করে আয়াত পড় এবং একটি সিঁড়ি বেয়ে উপরে উঠ। এভাবে তার সাথে যত আয়াত আছে তার শেষ পর্যন্ত পৌঁছে যাবে। মহামহিম আল্লাহ বান্দাকে বলবেন, আঁকড়ে ধর। তখন বান্দা বলবে, হাত দিয়ে হে আমার প্রতিপালক! আপনি অধিক জ্ঞান রাখেন। তিনি বলবেন, এই (ডান) হাত দিয়ে চিস্থায়ীত্ব আঁকড়ে ধরো এবং এই (বাম) হাত দিয়ে চিরকালীন সুখ চেপে ধরো।” — আল মুজামুল কাবীর, হা/১২৫৩; সহীহ আত তারগীব, হা/৬৩৮
• আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি রাতে দশটি আয়াত তেলাওয়াত করবে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না।” — মুসতাদরাকে হাকেম, হা/ ২০৪১; সিলসিলা ছহীহাহ হা/৬৪৩
• ফুযালা ইবনে উবাইদ ও তামীম দারী (রাদিআল্লাহু আনহুম) থেকে বর্ণিত, নবী করীম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি রাতে দশটি আয়াত পাঠ করবে, তার জন্য 'কিনত্বার' পরিমাণ ছওয়াব লিখা হবে। আর কিনত্বার হচ্ছে দুনিয়া এবং তার মধ্যস্থিত সকল বস্তু হতে উত্তম। ক্বিয়ামত দিবসে মহান আল্লাহ বলবেন, একটি করে আয়াত পড় এবং একটি সিঁড়ি বেয়ে উপরে উঠ। এভাবে তার সাথে যত আয়াত আছে তার শেষ পর্যন্ত পৌঁছে যাবে। মহামহিম আল্লাহ বান্দাকে বলবেন, আঁকড়ে ধর। তখন বান্দা বলবে, হাত দিয়ে হে আমার প্রতিপালক! আপনি অধিক জ্ঞান রাখেন। তিনি বলবেন, এই (ডান) হাত দিয়ে চিস্থায়ীত্ব আঁকড়ে ধরো এবং এই (বাম) হাত দিয়ে চিরকালীন সুখ চেপে ধরো।” — আল মুজামুল কাবীর, হা/১২৫৩; সহীহ আত তারগীব, হা/৬৩৮