প্রশ্ন রাগের মাথায় তিন তালাক

Joined
Dec 29, 2024
Threads
1
Comments
1
Reactions
8
আমি রাগের মাথায় আমার স্ত্রীকে “ এক তালাক, ২ তালাক, ৩ তালাক যা তোকে তালাক দিলাম এখন থেকে তুই আমার বউ ন “ এভাবে বলে ফেলি এখন আমাদের কি তালাক হয়ে গেছে? আমরা কী কোন ভাবে সংসার করতে পারবো না?


আমি আজ একজন হুজুরের সাথে কথা বলি , ওনি বললেন আমরা আর সংসার করতে পারবো না ।

আমরা দুজন একসাথে থাকতে চাই.
 
Solution
আসসালামু আলাইকুম,
তালাক সংক্রান্ত মাসআলা অনলাইন থেকে না নিয়ে নিকটস্থ আলেমদের কাছে যান।

ইসলাম কিউ এ এর সিমিলার একটি প্রশ্নোত্তর এখানে উল্লেখ করছি -

প্রশ্ন: আমি একটি ঘটনা সংশ্লিষ্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে– এক মুসলিম ভাই তার স্ত্রীকে বলেছেন যে, তিনি তাকে তিন তালাক দিয়েছেন। কিন্তু কয়েক ঘণ্টা পরে তিনি মত পরিবর্তন করে বলেন যে, তিনি সেটা রাগের মাথায় বলেছেন। ইয়া শাইখ, আমার প্রশ্ন হচ্ছে– এই ভাই কি তার স্ত্রীকে ফেরত নেয়ার অধিকার আছে? আমি শরিয়তের দলিল সমৃদ্ধ সিদ্ধান্ত চাই। উল্লেখ্য, আমরা এ মাসয়ালায় একাধিক দৃষ্টিভঙ্গির মতামত শুনেছি; কিন্তু কোন দলিল-প্রমাণ ছাড়া।

উত্তর: আলহামদু লিল্লাহ।

রাগের তিনটি অবস্থা হতে পারে:

প্রথম অবস্থা: এত তীব্র রাগ উঠা যে, ব্যক্তি তার অনুভুতি হারিয়ে ফেলা। পাগল বা উন্মাদের মত হয়ে যাওয়া। সকল আলেমের...
আসসালামু আলাইকুম,
তালাক সংক্রান্ত মাসআলা অনলাইন থেকে না নিয়ে নিকটস্থ আলেমদের কাছে যান।

ইসলাম কিউ এ এর সিমিলার একটি প্রশ্নোত্তর এখানে উল্লেখ করছি -

প্রশ্ন: আমি একটি ঘটনা সংশ্লিষ্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে– এক মুসলিম ভাই তার স্ত্রীকে বলেছেন যে, তিনি তাকে তিন তালাক দিয়েছেন। কিন্তু কয়েক ঘণ্টা পরে তিনি মত পরিবর্তন করে বলেন যে, তিনি সেটা রাগের মাথায় বলেছেন। ইয়া শাইখ, আমার প্রশ্ন হচ্ছে– এই ভাই কি তার স্ত্রীকে ফেরত নেয়ার অধিকার আছে? আমি শরিয়তের দলিল সমৃদ্ধ সিদ্ধান্ত চাই। উল্লেখ্য, আমরা এ মাসয়ালায় একাধিক দৃষ্টিভঙ্গির মতামত শুনেছি; কিন্তু কোন দলিল-প্রমাণ ছাড়া।

উত্তর: আলহামদু লিল্লাহ।

রাগের তিনটি অবস্থা হতে পারে:

প্রথম অবস্থা: এত তীব্র রাগ উঠা যে, ব্যক্তি তার অনুভুতি হারিয়ে ফেলা। পাগল বা উন্মাদের মত হয়ে যাওয়া। সকল আলেমের মতে, এ লোকের তালাক কার্যকর হবে না। কেননা সে বিবেকহীন পাগল বা উন্মাদের পর্যায়ভুক্ত।

দ্বিতীয় অবস্থা: রাগ তীব্র আকার ধারণ করা। কিন্তু সে যা বলছে সেটা সে বুঝতেছে এবং বিবেক দিয়ে করতেছে। তবে তার তীব্র রাগ উঠেছে এবং দীর্ঘক্ষণ ঝগড়া, গালি-গালাজ বা মারামারির কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এগুলোর কারণেই তার রাগ তীব্র আকার ধারণ করেছে। এ লোকের তালাকের ব্যাপারে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। অগ্রগণ্য মতানুযায়ী, এ লোকের তালাকও কার্যকর হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ইগলাক এর অবস্থায় তালাক কিংবা দাস আযাদ নেই”। [সুনানে ইবনে মাজাহ (২০৪৬), শাইখ আলবানী ‘ইরওয়াউল গালিল’ কিতাবে হাদিসটিকে ‘সহিহ’ আখ্যায়িত করেছেন] ইগলাক শব্দের অর্থে আলেমগণ বলেছেন: জবরদস্থি কিংবা কঠিন রাগ।

তৃতীয় অবস্থা: হালকা রাগ। স্ত্রীর কোন কাজ অপছন্দ করা কিংবা মনোমালিন্য থেকে স্বামীর এই রাগের উদ্রেক হয়। কিন্তু এত তীব্র আকার ধারণ করে না যে, এতে বিবেক-বুদ্ধি হারিয়ে ফেলে কিংবা নিজের ভাল-মন্দের বিবেচনা করতে পারে না। বরং এটি হালকা রাগ। আলেমগণের সর্বসম্মতিক্রমে এ রাগের অবস্থায় তালাক কার্যকর হবে।

রাগাম্বিত ব্যক্তির তালাকের মাসয়ালায় বিস্তারিত ব্যাখ্যামূলক এটাই সঠিক অভিমত। ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়্যেম এভাবে বিশ্লেষণ করেছেন।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ। আমাদের নবী মুহাম্মদ এর উপর আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সোর্স: রাগান্বিত ব্যক্তির তালাক - ইসলাম জিজ্ঞাসা ও জবাব
 
Solution

যদি কেউ রাগবশত তাঁর স্ত্রীকে তিন তালাক দেন, কিন্তু পরে সংসার করতে চান, তাহলে এটা কি সম্ভব?

উত্তর : তিন তালাক তো একসঙ্গে কেউ দিতে পারবেন না। তিন তালাক একসঙ্গে দেওয়ার বিধান ইসলামে নেই। একবারে এক তালাক দিতে পারবেন। সুতরাং, এক তালাক যদি কেউ দিয়ে থাকেন, তাহলে তাঁর জন্য পরবর্তী সময়ে সংসার করা বৈধ ও জায়েজ। তিনি রাগ করে দেন বা যেভাবেই দেন না কেন, যদি কেউ তাঁর স্ত্রীকে এক তালাক দেন, স্ত্রীকে আবার ফেরত নিতে পারেন। তাঁর জন্য দ্বিতীয়বার সংসার করা জায়েজ রয়েছে।

একসঙ্গে তিন তালাক দেওয়ার বিধান ইসলামী শরিয়তের মধ্যে বৈধ নয়। কেউ যদি একবারে তিন তালাক বা পাঁচ তালাক দেন, তাহলে সেটা এক তালাক হিসেবেই গণ্য হবে।

একবারে একাধিক তালাক দেওয়ার বিষয়টি শুদ্ধ নয়। সেটা রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশনা ও কোরআনের নির্দেশনার পরিপন্থী। সহিহ বুখারি হাদিসের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এসেছে।

রাসূলুল্লাহ (সা.)-এর সময় যাঁরা তিন তালাক দিয়েছেন, তাঁদের এটাকে রাসূল (সা.) এক তালাক হিসেবেই বিবেচনা করেছেন। তিন তালাক একসঙ্গে দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয়নি। সুতরাং এ কাজটি শুদ্ধ নয়।

দেখুন: রাগ করে তিন তালাকের পর স্ত্রীর সঙ্গে সংসার কি জায়েজ?
 
Back
Top