‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️
S

সিয়াম রমজান মাসে রোজা থাকা অবস্থায় তিন-চারবার গোসল দিলে কি রোজার কোনো ক্ষতি হবে?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,810
Credits
2,120
না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কারণ সিয়াম ভঙ্গকারী বা সিয়াম মাকরুহ হওয়ার যে কারণগুলো আছে, তার মধ্যে গোসল করা নেই। গোসল করা কখনো কখনো উত্তমও হতে পারে। আবার অসুস্থ ব্যক্তির জন্য গোসল করা ক্ষতির কারণও হতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যবস্থাপনা থাকা দরকার।

একজন যদি চারবার গোসল করেন, এর কারণে তিনি ক্ষতিগ্রস্ত হতেও পারেন। তাই বিষয়টি নির্ভর করছে গোসল করলে কোনো অসুবিধা আছে কি না, তার ওপর। তবে এতে সিয়ামের কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ।

উত্তর দিয়েছেনঃ বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানি (হাফিঃ)
 

Share this page