- Joined
- Jan 13, 2023
- Threads
- 27
- Comments
- 40
- Reactions
- 458
- Thread Author
- #1
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন —
তোমাদের পূর্ববর্তী জাতীদের মধ্য হতে এক লোক একটি মরা মানুষের মাথার খুলির পাশ দিয়ে যাচ্ছিল, সে খুলিটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে কিছু কথা বলল, তারপর বলল-
হে রব্ব, আপনি তো আপনিই আর আমি তো আমিই। আপনি বারবার ক্ষমা নিয়ে প্রত্যাবর্তন করেন আর আমি বারবার গুনাহ নিয়ে প্রত্যাবর্তন করি। আপনি ক্ষমা করতে অভ্যস্ত আর আমি গুনাহ করতে অভ্যস্ত।
অতঃপর লোকটি সাজদায় পড়ে গেল। তখন তাকে জানানো হলো, তোমার মাথা উঠাও, তুমি গুনাহ নিয়ে এসেছ আর আমি ক্ষমা নিয়ে এসেছি।অতঃপর লোকটি তার মাথা উঠালো ও তাকে ক্ষমা করে দেয়া হলো।
— সিলসিলা সহীহাহ ৩২৩১।
তোমাদের পূর্ববর্তী জাতীদের মধ্য হতে এক লোক একটি মরা মানুষের মাথার খুলির পাশ দিয়ে যাচ্ছিল, সে খুলিটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে কিছু কথা বলল, তারপর বলল-
হে রব্ব, আপনি তো আপনিই আর আমি তো আমিই। আপনি বারবার ক্ষমা নিয়ে প্রত্যাবর্তন করেন আর আমি বারবার গুনাহ নিয়ে প্রত্যাবর্তন করি। আপনি ক্ষমা করতে অভ্যস্ত আর আমি গুনাহ করতে অভ্যস্ত।
অতঃপর লোকটি সাজদায় পড়ে গেল। তখন তাকে জানানো হলো, তোমার মাথা উঠাও, তুমি গুনাহ নিয়ে এসেছ আর আমি ক্ষমা নিয়ে এসেছি।অতঃপর লোকটি তার মাথা উঠালো ও তাকে ক্ষমা করে দেয়া হলো।
— সিলসিলা সহীহাহ ৩২৩১।