সালাফী আকিদা ও মানহাজে

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

SignUp Now!

রবের কাছে ক্ষমা চাওয়ার একটা দৃষ্টান্ত

Mohammad Shafin

Salafi
Salafi User
Joined
Jan 13, 2023
Threads
27
Comments
40
Reactions
450
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন —

তোমাদের পূর্ববর্তী জাতীদের মধ্য হতে এক লোক একটি মরা মানুষের মাথার খুলির পাশ দিয়ে যাচ্ছিল, সে খুলিটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে কিছু কথা বলল, তারপর বলল-

হে রব্ব, আপনি তো আপনিই আর আমি তো আমিই। আপনি বারবার ক্ষমা নিয়ে প্রত্যাবর্তন করেন আর আমি বারবার গুনাহ নিয়ে প্রত্যাবর্তন করি। আপনি ক্ষমা করতে অভ্যস্ত আর আমি গুনাহ করতে অভ্যস্ত।

অতঃপর লোকটি সাজদায় পড়ে গেল। তখন তাকে জানানো হলো, তোমার মাথা উঠাও, তুমি গুনাহ নিয়ে এসেছ আর আমি ক্ষমা নিয়ে এসেছি।অতঃপর লোকটি তার মাথা উঠালো ও তাকে ক্ষমা করে দেয়া হলো।

— সিলসিলা সহীহাহ ৩২৩১।
 
Back
Top