ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেনঃ
যে ব্যক্তি তার সন্তানকে এমন কিছু শেখানোর দিকে মনোযোগ দেয় না যা তার উপকারে আসে এবং সে তাকে অযত্নে নষ্ট করে ফেলে তবে সে অত্যন্ত পাপী।
বেশিরভাগ শিশু তাদের পিতামাতার কারণে দুর্নীতিগ্রস্ত (এবং ব্যর্থতার দিকে পরিচালিত করে)। তারা তাদের প্রতি কোন মনোযোগ দেয় না এবং তাদেরকে দ্বীন ও সুনানের ফরজ শিক্ষা দেওয়া ছেড়ে দেয়। তাই তারা শিশু অবস্থায় তাদের ধ্বংস করে। এবং তারা (সন্তান) নিজেদের উপকার করতে সক্ষম হয় না এবং তাদের পিতামাতা তাদের উপকার করে না।
তুহফাতুল-মাওদূদ ফী আহকামিল-মওলূদ | পৃষ্ঠা ৮০
যে ব্যক্তি তার সন্তানকে এমন কিছু শেখানোর দিকে মনোযোগ দেয় না যা তার উপকারে আসে এবং সে তাকে অযত্নে নষ্ট করে ফেলে তবে সে অত্যন্ত পাপী।
বেশিরভাগ শিশু তাদের পিতামাতার কারণে দুর্নীতিগ্রস্ত (এবং ব্যর্থতার দিকে পরিচালিত করে)। তারা তাদের প্রতি কোন মনোযোগ দেয় না এবং তাদেরকে দ্বীন ও সুনানের ফরজ শিক্ষা দেওয়া ছেড়ে দেয়। তাই তারা শিশু অবস্থায় তাদের ধ্বংস করে। এবং তারা (সন্তান) নিজেদের উপকার করতে সক্ষম হয় না এবং তাদের পিতামাতা তাদের উপকার করে না।
তুহফাতুল-মাওদূদ ফী আহকামিল-মওলূদ | পৃষ্ঠা ৮০