কাহিনি যে কারণে নবীজির মজলিসে ছুটে এসেছিল আবু লাহাবের স্ত্রী!

  • Thread Author
আসমা বিনতে আবী বক্বর রা. বলেন: যখন-

تبت يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ​

আবু লাহাবের হাত দু'টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে।

এ আয়াতটি অবতীর্ণ হয়, তখন একচোখওয়ালী (আবু লাহাবের স্ত্রী) উম্মু জামীল বিনতে হারব বিলাপের (চিৎকার করে কান্না করার) মত শব্দ করতে করতে আসে, এ সময় তার হাতে ছিল একটি পাথর।

আর সে কবিতা বলে:

مذمما أبينا، وأمره عصينا، ودينه قلينا​

সে আমাদের বাপদাদাদের নিন্দা করে, তার ধর্ম আমাদের নিকট অবজ্ঞার পাত্র, তার নির্দেশ আমাদের নিকট অগ্রহণযোগ্য।

তখন রাসূল ﷺ মসজিদুল হারামে (কাবা চত্বরে) বসে ছিলেন, তাঁর সাথে ছিলেন আবূ বক্বর রা.। আবু বক্বর রা. যখন তাকে (উম্মু জামিলকে) আসতে দেখলেন তখন তিনি বলেন: ইয়া রাসূলাল্লাহ, সে আসছে, আমি আশঙ্কা করছি যে, সে আপনাকে দেখে ফেলবে, তখন রাসূল ﷺ বলেন- সে আমাকে দেখতে পাবেনা।

রাসূল ﷺ তার থেকে নিরাপত্তার জন্য কুরআন পাঠ করেন। যেমন আল্লাহ তায়ালা বলেন-

وَ اِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ جَعَلۡنَا بَیۡنَکَ وَ بَیۡنَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ حِجَابًا مَّسۡتُوۡرًا​

আর তুমি যখন কুরআন পাঠ করো তখন তোমার আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মাঝে একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিই।(সূরা-বানীইসারাইল-৪৫)

(উম্মে জামিল) সে এসে আবু বক্বর রা.-এর নিকট দাঁড়ায় কিন্তু রাসূল ﷺ -কে দেখতে পায়নি, তখন উম্মে জামিল বলে- হে আবূ বক্বর, আমি জানতে পেরেছি যে, তোমার সাথি আমার বিরুদ্ধে মানহানিকর কবিতা বানিয়েছে।

একথা শুনে আবূ বক্বর রা. বলেন: না, এ গৃহের রব্বের শপথ, তিনি তোমার সম্মানহানি করেনি। এরপর সে (উম্মে জামিল) একথা বলতে বলতে ফিরে যায়- সমস্ত কুরাইশরা জানে যে, আমি তাদের সর্দারের কন্যা।

তাহক্কীক ও তাখরীজ:
(মুসতাদরাক ৩৩৭৬, মুসনাদ আল-হুমায়দী ৩২৩, ইতহাফুল খায়রিয়্যাহ, ৬/১০২, মুসনাদ আল-জামি' ৪৮/৪৫, সহীহ আস-সীরাহ ওয়ান নবাবী ১/১৩৭, মাতালিবুল আলিয়াহ ৩৭৮৮। তাহকীকঃ সহীহ।)

مسند أبي يعلى (٥٣/١) وحسنه الحافظ ابن حجر في الفتح (١٦٩/٧).​

অন্য আরেক বর্ণনায় রয়েছেঃ

সুরা লাহাব অবতীর্ণ হওয়ার পর রাসূল ﷺ আবূ বাকরকে সঙ্গে নিয়ে মসজিদে বসা ছিলেন।

ইত্যবসরে আবূ লাহাবের স্ত্রী তথায় আগমন করে। তাঁকে আবূ বাকর বলেন, হে আল্লাহর রাসূল! আপনি এদিকে একটু সরে বসলে সে আপনার কোন ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ) বলেন, প্রয়োজন নেই। সে আমাকে দেখতে পাবে না। অবশেষে মহিলাটি এসে আবূ বাকর শো-এর সম্মুখে দাঁড়িয়ে বলল, হে আবু বকর! তোমার সঙ্গী নাকি আমাদের গালমন্দ করেছে? আবূ বকরা বলেন, এই ঘরের প্রভুর শপথ! তিনি তো কবিতা জানেনও না এবং তাঁর মুখ হতে কখনো কবিতা বেরও হয়নি। মহিলা যখন চলে গেল তখন আবু বাকর বললেন, হে আল্লাহর রাসূল! সেকি আপনাকে দেখতে পায়নি। রাসূলুল্লাহ) বলেন, না। ফেরেশতাগণ তার ও আমার মাঝে আড়াল করে রেখেছিল।

তাহক্কীক ও তাখরীজ:
(আল-মাজমা' লিল হায়যামী ৭/১৪৪, তাখরীজ আহাদীস ও আছার কিতাবু ফী যিলালিল কুরআন ১/৫৪৪, আবু ইয়া'লা ও বাযযার বলেন, সানাদটি হাসান। সানাদের মাঝে আতা' ইবনুস সহিব তিনি হাদীয় বর্ণনায় সংমিশ্রণ করেন। আর তার নিকট থেকে হাদীস বর্ণনাকারী আবদুস সালাম তার হাদীস সংমিশ্রণ করার পূর্বে শ্রবণ করেছেন এ মর্মে কোন বর্ণনা প্রমাণিত হয় না। কিন্তু আবু নুআয়ম এর 'দালাইল' গ্রন্থে সাঈদ বিন জুবায়র থেকে মাওকুফ সূত্রে আবদুস সালামের তাওয়াবে' পাওয়া যায়। এ মর্মে জানতে দেখুন মুসনাদ আল-হুমায়দী। (১৯/১৫৩/হা ৩৯৩), মুসনাদ, আবু ইয়া'লা (১/৩৩, ৫৩, ও ৪/২৪৬) কাশফুল আসতার (৩/৮৩), মুসতাদরাক (২/৩৬১), বায়হাকী (২/১৯৫)।)
 
Back
Top