If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
শানক্বীত্বী মুযাক্কিরাহ ফী উচ্ছ্বলিল ফিকহ গ্রন্থে (১৮ নং পৃষ্ঠা) বলেছেন: যেই কর্ম পরিত্যাগ করা ব্যতীত হারাম কর্ম পরিত্যাগ করা সম্ভব হয় না সেই কর্ম পরিত্যাগ করা ওয়াজিব। বিধায় যদি কোনো মৃত প্রাণী যবেহকৃত প্রাণীর সাথে মিশে যায় অথবা বিবাহকারীর বোন অপরিচিতা (পাত্রী) নারীর সাথে (চেহারা ও গঠনগত দিক থেকে) মিলে যায়, তাহলে এখানে প্রথমোক্ত ক্ষেত্রে মৃত প্রাণী ভক্ষণ করা ও দ্বিতীয় ক্ষেত্রে আপন বোনকে বিবাহ করার এই হারাম কর্ম পরিত্যাগ করা সম্ভব হবে না সকলকে পরিত্যাগ করা ব্যতীত। তবে লেখক (ইবনু কুদামাহ) এর বক্তব্য: “আমরা এখানে মৃত প্রাণীকে ভক্ষণ হারাম বলেছি মৃত্যুর কারণে, আর অপরটিকে হারাম বলেছি তাতে (চেহারা ও গঠনগত দিক থেকে) সাদৃশ্য বিদ্যমান থাকার কারণে”।
সমালোচনার দাবি রাখে, কেননা মৃত প্রাণী কোনটি তা স্পষ্টরূপে জানা যায়নি। সুতরাং সকল প্রাণীকেই ভক্ষণ করা পরিত্যাগ করতে হবে, যেহেতু এখানে সকল প্রাণীকে পরিত্যাগ না করলে হারাম পরিত্যাগ করা সম্ভব নয়। সুতরাং এখানে প্রতিটি প্রাণীকে ভক্ষণ করার ক্ষেত্রেই এই সম্ভাবনা বিদ্যমান যে, সেই প্রাণীটি মৃত হয়ে থাকবে ।
সমালোচনার দাবি রাখে, কেননা মৃত প্রাণী কোনটি তা স্পষ্টরূপে জানা যায়নি। সুতরাং সকল প্রাণীকেই ভক্ষণ করা পরিত্যাগ করতে হবে, যেহেতু এখানে সকল প্রাণীকে পরিত্যাগ না করলে হারাম পরিত্যাগ করা সম্ভব নয়। সুতরাং এখানে প্রতিটি প্রাণীকে ভক্ষণ করার ক্ষেত্রেই এই সম্ভাবনা বিদ্যমান যে, সেই প্রাণীটি মৃত হয়ে থাকবে ।
- তাওদ্বীহু উছূলিল ফিক্বহ আলা মানাহিজি আহলিল হাদীছ