যুহদের প্রকার – ইমাম সুফিয়ান আস সাওরী

Joined
Jan 3, 2023
Threads
773
Comments
923
Reactions
8,146
ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যুহদ বা দুনিয়াবিমুখতা দু-প্রকার :

এক. ফরজ,
দুই. নফল।

ফরজ যুহদ হলো, মিথ্যা বড়াই, গর্ব-অহংকার, সুনাম-সুখ্যাতি এবং আত্মপ্রদর্শন ও প্রদর্শনেচ্ছা বর্জন করা।

নফল যুহদ হলো, আল্লাহ তোমাকে যেসব হালাল নিয়ামত দান করেছেন, সেসব বর্জন করা। তবে তুমি যদি হালাল কিছু বর্জন করো, তবে সেটা কেবলই আল্লাহর জন্য বর্জন করা তোমার প্রতি ফরজ হয়ে যায়।’

— সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৭
 
Back
Top