উত্তর : তারা সারা বছর কসর ও জমা করে আদায় করতে পারেন। আব্দুল্লাহ ইবনু ওমর (রাদিআল্লাহু আনহু) আযারবাইজান সফরে গেলে পুরো বরফের মৌসুম সেখানে আটকে যান ও দু'মাস যাবৎ কসর করেন। [১] অনুরূপভাবে আনাস (রাদিআল্লাহু আনহু) শাম বা সিরিয়া সফরে গিয়ে দু'বছর সেখানে থাকেন ও কসর করেন। [২] সুতরাং স্থায়ী মুসাফির যেমন জাহাজ, বিমান, ট্রেন, বাস ইত্যাদির চালক ও কর্মচারীগণ সফর অবস্থায় সর্বদা ছালাতে কসর ও জমা করতে পারেন।
[১] বায়হাকী, ৩/১৫২ পৃ:; ইরওয়াউল গালীল, হা/৫৭৭, ৩/২৭-২৮ পৃ:, সহীহ
[২] ফিকহুস সুন্নাহ, ১/২১৩-১৪ পৃ:; মিরআত, ৩/২১১ পৃ:
– প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, সম্পাদক: ড. মু্যাফফর বিন মুহসিন, আছ ছিরাত প্রকাশনী