সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Abdur Raheem Ibrahim

প্রশ্নোত্তর যারা রাসূল (ﷺ)-কে গালি দেয়, তাদের হুকুম কী?

Threads
2
Comments
3
Reactions
17
Credits
116
রাসূলকে গালি দেয়, সকল ইমাম ও মাযহাব মতে তারা মুসলিমই থাকতে পারে না, মুরতাদ-কাফের হয়ে যায় (তাফসীরে কুরতুবী, ৮/৮২ পৃ.)।

ইমাম খাত্তাবী (রাহিমাহুল্লাহ) বলেন, কোন অমুসলিম ব্যক্তি রাসূলকে গালি দেয়ার পর ইসলাম গ্রহণ করলে তাকে সে অপরাধে আর হত্যা করা যায় না। কিন্তু কোন মুসলিম ব্যক্তি গালি দেয়ার পর মুরতাদ হয়ে যায়। সে যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে তার শাস্তি মওকুফ হবে কি না এ বিষয়ে ইমামদের মাঝে মতভেদ রয়েছে।

যেমন শায়খুল ইসলাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুরতাদ হওয়ার পর ইসলাম গ্রহণ করলেও তার শাস্তি তাকে পেতে হবে’ (সারিমুল মাসলূল, ১/৫৩১ পৃ.)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited by a moderator:
Top