সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Md Atiar Rahaman Halder

ভ্রান্ত আকিদা যারা এই আকীদা পোষন করে যে পীর, ওলি, আউলিয়া আমাকে সাহায্য করবে!

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
LV
4
 
Awards
14
Credit
416
ألَمْ تَعْلَمُ أَنَّ اللهَ لَهُ مُلْكُ السَّمَوتِ وَالْأَرْضِ وَمَالَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيَ و لا نصير​

তুমি কি জান না, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই? এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন ওলী (অভিভাবক) সাহায্যকারী নেই৷ (সূরাহ্ বাক্বারাহ্, ১০৭।)​

আপনি কি জানতে চান • প্রকৃত ওলী-আউলিয়া কে? আবার শির্ক বিদ'আতেও ভেজাল কেন?
প্রফেসর এ. এইচ. এম. শামসুর রহমান​

পীরেরা ক্বিয়ামতের মাঠে সুপারিশ করে মুরীদদেরকে জান্নাতে নিয়ে যাবে।

পর্যালোচনা : রাসূল (সঃ) হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আর ক্বিয়ামতের মাঠে আল্লাহ কেবল তাঁরই সুপারিশ কবুল করবেন। কোন নবীর পক্ষে সেদিন কারো জন্য সুপারিশ করা সম্ভব হবে না। এরপরও ছাহাবীদেরকে এমনকি তাঁর মেয়ে ফাতেমাকে পর্যন্ত উক্ত প্রতিশ্রুতি দিতে পারেননি। বরং নিজ নিজ বাঁচার জন্য সতর্ক করেছেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ لله أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَا بَنِي عَبْدِ مَنَافِ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ اشْتَرُوْا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ يَا أُمَّ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ عَمَّةَ رَسُولِ اللهِ يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ اشْتَرِيَا أَنْفُسَكُمَا مِنَ اللَّهِ لا أَمْلِكُ لَكُمَا مِنَ اللهِ شَيْئًا سَلَانِي مِنْ مَالِي مَا شِئْتُمَا
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সঃ) বলেন, হে আব্দে মানাফ সম্প্রদায়! তোমরা আল্লাহর পাকড়াও থেকে নিজেদেরকে বাঁচাও। হে আব্দুল মুত্ত্বালিবের সম্প্রদায়! তোমরা আল্লাহর পাকড়াও থেকে নিজেদেরকে বাঁচাও। হে উম্মে যুবাইর এবং মুহাম্মাদ (সঃ)-এর মেয়ে ফাতেমা! তোমরা দুইজন আল্লাহর পাকড়াও থেকে নিজেদেরকে বাঁচাও। তোমাদের জন্য আল্লাহর সামনে আমি কোনই উপকার করতে পারব না। সুতরাং আমার সম্পদ থেকে যা প্রয়োজন তা তোমরা গ্রহণ কর।"(বুখারী হা/৩৫২৭; মিশকাত হা/৫৩৭৩) ।

তাছাড়া ছাহাবায়ে কেরাম আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কত পরিশ্রম করেছেন, তা কি উল্লেখ করা সম্ভব? জিহাদের ময়দানে শহীদ হওয়াসহ নানা নির্যাতন, অপমান ভোগ করার পরও তারা কি উক্ত মর্মে ফৎওয়া পেয়েছেন? ক্বিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার যে প্রলোভন দেখানো হয়, তা শয়তানী উসওয়াসা ছাড়া কিছু নয়। কারণ তাদেরই যে কী পরিণতি হবে, তা কি তারা কখনো ভেবে দেখেছে? মুরীদরাও কি কখনো চিন্তা করেছে?

আল্লাহর ভাষায় শুনুন-​
وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُوْنِ اللهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوْا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ الله شَدِيدُ الْعَذَابِ - إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتَّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوْا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأُ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا كَذَلِكَ يُرِيْهِمُ اللهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنَ النَّارِ
মানুষের মধ্যে এরূপ কিছু লোক আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে মা'বূদ মনে করে, আল্লাহকে ভালবাসার ন্যায় তাদেরকে ভালবাসে। তবে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে অত্যধিক ভালবাসে। আর যারা অত্যাচার করেছে, তারা যদি শাস্তি দেখতে পেত, তবে বুঝতে পারত- যাবতীয় ক্ষমতার উৎস আল্লাহই এবং আল্লাহ শাস্তি দানে কঠোর। যখন নেতারা তাদের অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে এবং শাস্তি প্রত্যক্ষ করবে ও সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন অনুসারীরা বলবে, আমরা যদি ফিরে যেতে পারতাম, তবে তারা যেমন আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমরাও তাদেরকে প্রত্যাখ্যান করতাম। এভাবে আল্লাহ তাদের কর্মসমূহকে দুঃখজনকভাবে প্রদর্শন করাবেন। আর তারা কখনো জাহান্নাম হতে মুক্তি পাবে না' (বাক্বারাহ ১৬৫-৬৭)।

সুধী পাঠক! যে সমস্ত ভক্ত তাদের পীর-ফকীরকে আল্লাহর আসনে বসিয়েছে, তাদের অবস্থা কী হবে তা উক্ত আয়াতে ফুটে উঠেছে। অথচ কথিত প্রভুরা যেমন সতর্ক নয়, তেমনি ভক্তরাও সচেতন নয় ।
ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা
মুযাফফর বিন মুহসিন
 
Last edited:

Monjurul

Well-known member

LV
1
 
Awards
9
Credit
86
মানুষের মধ্যে এরূপ কিছু লোক আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে মা'বূদ মনে করে, আল্লাহকে ভালবাসার ন্যায় তাদেরকে ভালবাসে
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,339Threads
Total Messages
17,179Comments
Total Members
3,673Members
Latest Messages
jahidhashanLatest member
Top