যথাসম্ভব মুখস্ত কুরআন তিলাওয়াত করতে হবে। তবে প্রচুর কুরআন মুখস্ত না থাকলে কুরআন দেখে বা মোবাইলে কুরআন দেখে পড়া জায়েয রয়েছে।
যেমনটি আয়েশা রা. তার গোলাম যাকওয়ানকে মুসহাফ দেখে কুরআন তিলাওয়াত করতে এবং তার ইমামতি করার নির্দেশ দিয়েছেন। (সহীহ বুখারী/তালীক)
একই সুরা একাধিকবার তিলাওয়াত করাও জায়েয আছে।
লম্বা লম্বা রুকু ও সেজদা করবেন।
সেজদায় গিয়ে অনেকক্ষণ দুআ করবেন...এভাবে ধীরস্থীরতার সাথে সালাত আদায় করতে পারেন।
আল্লাহু আলাম
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
যেমনটি আয়েশা রা. তার গোলাম যাকওয়ানকে মুসহাফ দেখে কুরআন তিলাওয়াত করতে এবং তার ইমামতি করার নির্দেশ দিয়েছেন। (সহীহ বুখারী/তালীক)
একই সুরা একাধিকবার তিলাওয়াত করাও জায়েয আছে।
লম্বা লম্বা রুকু ও সেজদা করবেন।
সেজদায় গিয়ে অনেকক্ষণ দুআ করবেন...এভাবে ধীরস্থীরতার সাথে সালাত আদায় করতে পারেন।
আল্লাহু আলাম
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল