‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর যদি আল্লাহর ইচ্ছাই সব হয়ে থাকে তাহলে নিজের ইচ্ছা বলতে কি কিছুই নেই?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,136
Comments
4,353
Solutions
1
Reactions
37,509
Credits
24,212
প্রশ্ন :-যদি আল্লাহর ইচ্ছাই সব হয়ে থাকে তাহলে নিজের ইচ্ছা বলতে কি কিছুই নেই?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌


আল্লাহ বলেন-


”একটি পাতাও পরেনা আল্লাহর ইচ্ছে ছাড়া। সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে, ”


আমৃত্যু স্বাধীন ইচ্ছা,একটা পরীক্ষা-


তবে প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছা আছে উদাহরন দ্বারা বলা যায়, ধরুন বিদ্যুৎ কেন্দ্র হতে আপনার বাড়ি তথা প্রত্যেক এলাকার বিদ্যুৎ আসে। যদি কেউ নিজের আঙ্গুল কারেন্টের লাইনে রাখে সে ধাক্কা খাবে। এটা তার দোষ, আল্লাহ তার ইচ্ছেকে স্বাধীন করে দিয়েছেন সে ইচ্ছে করলে বিদ্যুৎ হাত দেবে আর ইচ্ছা না করলে দেবেনা। কিন্তু তার জন্য বিদ্যুৎ কেন্দ্রকে দায়ী করা যাবেনা সুতরাং দোষটা পড়ে পুরুপুরি মানুষের- কেন সে বিদ্যুতে হাত দিলো? আল্লাহ তার ইচ্ছেকে স্বাধীন করে দিয়েছেন কারন প্রত্যেকের স্বাধীন ইচ্ছা এক একটা পরীক্ষা।


জীবন পদ্দতির সঠিক নিয়ম-কানুন-


আল্লাহ পবিত্র কুরআন ও রাসূল (صلى الله عليه و سلم) জীবনাদর্শে প্রকাশ করেছেন। সে যদি অনুসরন করে যত বছরই সে বাচুঁক ২০ বছর ৫০ বছর ১০০ বছর তার জীবন পদ্দতির ও স্বাধীন ইচ্ছার উপর ভিত্তি করেই বিচারের ফলাফল আল্লাহ প্রকাশ করবেন। আর যে যদি সেভাবে অনুসরন না করে সে অকৃতকার্য, আল্লাহ বলেন সুরা মুলক-৬৭: আয়াত-২-


‘‘ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের যাচাই করতে যে তোমাদের মধ্যে কে কাজেকর্মে শ্রেষ্ঠ।’


আল্লাহ বলেন সুরা আনকাবুত ২৯: ২-৭


( ২ ) মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?


( ৩ ) আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।


( ৪ ) যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে, তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফয়সালা খুবই মন্দ।


( ৫ ) যে আল্লাহর সাক্ষাত কামনা করে, আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।


( ৬ ) যে কষ্ট স্বীকার করে, সে তো নিজের জন্যেই কষ্ট স্বীকার করে। আল্লাহ বিশ্ববাসী থেকে বে-পরওয়া।


( ৭ ) আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব।


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 

Share this page