- Joined
- Nov 5, 2024
- Threads
- 25
- Comments
- 51
- Reactions
- 312
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম।
একবার শেইখ সালেহ আল উসাইমিন, শেইখ আব্দুল আযিয ইবন বায এবং শেইখ আলবানী (রাহিমাহুমুল্লাহ) হজ্ব এর সময় একসাথে সাক্ষাত হয় আরাফার ময়দানে। সবাই অত্যন্ত খুশি এবং উপগ্রিব হয়ে আছে এমন এক দুর্লভ মুহুর্ত দেখে। স্বভাবতই অনেকের নানা জিজ্ঞাসা মনে। ইবনে বায (রহ) বল্লেন, হাদিস সক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিবে শেইখ আলবানি, আকিদা সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি এবং ফিকহ সংক্রান্ত উত্তর শেইখ উসাইমিন। (রাঃ)
এভাবেই প্রশ্নসমুহ ভাগ করে দেওয়া হল এবং উত্তর দিতে দিতে সালাহ এর সময় হয়ে গেল। সবাই অত্যন্ত উসখুস করছে এবং অপেক্ষা করছে কে ইমামতি করবে তাদের মধ্য থেকে। বলাবাহুল্য, শেইখ উসাইমিন সবচেয়ে কমবয়সি তাদের মধ্যে তখন। তিনজনই ইমামতি করার মতন। শেইখ ইবনে বায বল্লেন শেইখ আলবানিকে , আপনি সালাহ পড়ান। তো, শেইখ আলবানি আবার তাকে উত্তর দিলেন "নাহ, আপনি পড়ান"।
এবং তখনই সবচেয়ে সুন্দরতম এবং স্পর্শকাতর ঘটনা ঘটে। শেইখ ইবন বায বলেন শেইখ আলবানি কে "নাহ, আপনি ইমামতি করুন এবং আমাদের শেখান রাসুল সাঃ এর সালাহ। তাকবিরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যেভাবে রাসুল সাঃ সালাহ আদায় করতেন।"
আমরা জানি শেইখ আলবানি (রহ) একটি বই লিখেছেন রাসুল সাঃ এর সালাত নিয়ে। এবং তখন তিনি ইমামতি করে তাদের নিয়ে সালাত শেষ করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আখলাক, আদব এবং বিনয় আমাদের সালাফদের মধ্যে ছিলো। আল্লাহ তাদের নিয়ে যানও কয়েক বছরের ব্যবধানে।
- উস্তাদ আব্দুর রহমান হাসান ঘটনাটি বর্ণনা করেন।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি! চোখে ভিজে যায় চিন্তা করলে এত এত বড় মাপের আলেম ছিলেন অথচ কতটা বিনয়ী এবং সম্মান পরস্পেরের মধ্যে ছিলেন। আহলে সুন্নাহকে একত্রিত করার ক্ষেত্রে গত শতাব্দিতে তাদের মতন ইমাম আর ছিলেন না। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের উচু মাকাম দান করুন এবং তাদের থেকে শেখার তাওফিক দান করুন।
আল্লাহ আমাদের বর্তমান আলিম এবং ইমামদের হায়াতে তইয়্যেবা দান করুন এবং তাদের দিয়ে দ্বীনের সৌন্দর্য রক্ষা করুন।
একবার শেইখ সালেহ আল উসাইমিন, শেইখ আব্দুল আযিয ইবন বায এবং শেইখ আলবানী (রাহিমাহুমুল্লাহ) হজ্ব এর সময় একসাথে সাক্ষাত হয় আরাফার ময়দানে। সবাই অত্যন্ত খুশি এবং উপগ্রিব হয়ে আছে এমন এক দুর্লভ মুহুর্ত দেখে। স্বভাবতই অনেকের নানা জিজ্ঞাসা মনে। ইবনে বায (রহ) বল্লেন, হাদিস সক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিবে শেইখ আলবানি, আকিদা সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি এবং ফিকহ সংক্রান্ত উত্তর শেইখ উসাইমিন। (রাঃ)
এভাবেই প্রশ্নসমুহ ভাগ করে দেওয়া হল এবং উত্তর দিতে দিতে সালাহ এর সময় হয়ে গেল। সবাই অত্যন্ত উসখুস করছে এবং অপেক্ষা করছে কে ইমামতি করবে তাদের মধ্য থেকে। বলাবাহুল্য, শেইখ উসাইমিন সবচেয়ে কমবয়সি তাদের মধ্যে তখন। তিনজনই ইমামতি করার মতন। শেইখ ইবনে বায বল্লেন শেইখ আলবানিকে , আপনি সালাহ পড়ান। তো, শেইখ আলবানি আবার তাকে উত্তর দিলেন "নাহ, আপনি পড়ান"।
এবং তখনই সবচেয়ে সুন্দরতম এবং স্পর্শকাতর ঘটনা ঘটে। শেইখ ইবন বায বলেন শেইখ আলবানি কে "নাহ, আপনি ইমামতি করুন এবং আমাদের শেখান রাসুল সাঃ এর সালাহ। তাকবিরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যেভাবে রাসুল সাঃ সালাহ আদায় করতেন।"
আমরা জানি শেইখ আলবানি (রহ) একটি বই লিখেছেন রাসুল সাঃ এর সালাত নিয়ে। এবং তখন তিনি ইমামতি করে তাদের নিয়ে সালাত শেষ করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আখলাক, আদব এবং বিনয় আমাদের সালাফদের মধ্যে ছিলো। আল্লাহ তাদের নিয়ে যানও কয়েক বছরের ব্যবধানে।
- উস্তাদ আব্দুর রহমান হাসান ঘটনাটি বর্ণনা করেন।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি! চোখে ভিজে যায় চিন্তা করলে এত এত বড় মাপের আলেম ছিলেন অথচ কতটা বিনয়ী এবং সম্মান পরস্পেরের মধ্যে ছিলেন। আহলে সুন্নাহকে একত্রিত করার ক্ষেত্রে গত শতাব্দিতে তাদের মতন ইমাম আর ছিলেন না। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের উচু মাকাম দান করুন এবং তাদের থেকে শেখার তাওফিক দান করুন।
আল্লাহ আমাদের বর্তমান আলিম এবং ইমামদের হায়াতে তইয়্যেবা দান করুন এবং তাদের দিয়ে দ্বীনের সৌন্দর্য রক্ষা করুন।