বঙ্গালমূলকের অনেকের মুখেই ‘মূসার জাদুর লাঠি’ বাক্যটি শোনা যায়। এটি কুরআনের একাধিক আয়াতের পরিপন্থি কথা। মূসা আলাইহিস সালামের লাঠি নিয়ে আল্লাহ তাআলা একাধিক আয়াতে আলোচনা করেছেন। তিনি অনেক আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, "তার লাঠি কোনো জাদু ছিল না; বরং তা ছিল এক মুজিযা"। মূসা আলাইহিস সালামের লাঠিকে মুজিযা বলে স্বীকৃতি করার পরিবর্তে যারা কাফির ছিল তারা তা জাদু বলে প্রচার করেছিল। তাছাড়া কোনো নবী-রাসুলই জাদুকর ছিলেন না। কোনো নবী-রাসুলকে জাদুকর বলা স্পষ্টত কুফরী। তাই ‘মূসার জাদুর লাঠি’ বললে অনেক আয়াতকে অস্বীকার করা হয় এবং নবী বা রাসূলকে জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়ে যায়; যা সুস্পষ্ট কুফরী।
--- বই: যেসব কথা বলতে মানা, লেখক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী