আবু আমর শায়বানী (রহঃ) বলেন, ‘মুসা (আঃ) আল্লাহকে প্রশ্ন করলেন হে আমার প্রভু! কোন বান্দা তোমার নিকট অধিকতর প্রিয়? তিনি বললেন, আমার অধিক যিকিরকারী বান্দা। অতঃপর তোমার কোন বান্দা তোমার নিকট সবার চেয়ে ধনী? তিনি বললেন, আমি তাকে যা দিয়েছি তাতেই সে (অল্পে) তুষ্ট’। অতঃপর তোমার কোন বান্দা তোমার নিকট অধিকতর ইনছাফকারী? তিনি বললেন, যে নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখে’।
– ইবনু সিননী, ‘কিতাবুল ক্বনা‘আহ’ ৫১ পৃঃ
– ইবনু সিননী, ‘কিতাবুল ক্বনা‘আহ’ ৫১ পৃঃ