জবাব: মুসাফির ব্যক্তির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, তাদের ওপর জুমআর সালাত ওয়াজিব নয়। আর জুমআর সালাত জামাআতে সালাত আদায় করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ও তাগিদপূর্ণ ফরয। মুসাফির ব্যক্তি থেকে জুমআর সালাতের ফরযিয়্যাত দূর হয়ে গেলে জামাআতে সালাত আদায় করার ফরযিয়্যাত দূর হয়ে যাওয়া আরও বেশি যুক্তিযুক্ত। তবে এখানে মুসাফির ব্যক্তির ওপর আরেকটি বিয়ষ ফরয। তা হলো, যদি সে মুসাফিরদের জামাআতে থাকে অথবা মুকীমদের জামাআতে থাকে আর সালাত দাঁড়িয়ে যায়, তবে সেসময় জামাআতে সালাত আদায় করা ওয়াজিব। কারণ, সহীহুল বুখারীতে মালিক ইবন হুওয়াইরিস (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,
"যখন তোমরা দুজন সফর করবে তখন তোমরা আযান দেবে এবং ইকামত দেবে আর তোমাদের মাঝে যে বড়ো সে যেন ইমামতি করে"। (বুখারী, হা. ২৮৪৮; তিরমিজি, হা. ২০৫)
নবী (সা:) তাদেরকে মুসাফিরদের নিয়ে খাস করে জামাআত করতে আদেশ দিয়েছেন। (তুরাসুল আলবানী ফিল ফিকহ, ৬/ ৪৭৩-৪৭৪)
সূত্র: ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ২৬২; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
"যখন তোমরা দুজন সফর করবে তখন তোমরা আযান দেবে এবং ইকামত দেবে আর তোমাদের মাঝে যে বড়ো সে যেন ইমামতি করে"। (বুখারী, হা. ২৮৪৮; তিরমিজি, হা. ২০৫)
নবী (সা:) তাদেরকে মুসাফিরদের নিয়ে খাস করে জামাআত করতে আদেশ দিয়েছেন। (তুরাসুল আলবানী ফিল ফিকহ, ৬/ ৪৭৩-৪৭৪)
সূত্র: ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ২৬২; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স