সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Md Atiar Rahaman Halder

বিভিন্ন ফিরকা মুসলিম সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নয় বলে চেঁচামেচি করে।

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
LV
4
 
Awards
14
Credit
424
মহানবী – মানুষ ছিলেন
عن رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَدِمَ نَبِيُّ اللَّهِ -صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقَّحُونَ النَّخْلَ فَقَالَ « مَا تَصْنَعُونَ ». قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ « لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ». فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ – قَالَ – فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ « إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ رَأَى فَإِنَّمَا أَنَا بَشَرٌ​

রাফে' বিন খাদীজ বলেন, আল্লাহর রাসূল (সঃ) যখন মদীনায় আগমন করলেন, তিনি লোকদেরকে খেজুর গাছের পরাগ মিলন (অর্থাৎ পুরুষ পরাগ নিয়ে স্ত্রী পরাগের মিলন) ঘটাতে দেখে বললেন; ‘তোমরা একি করছো?' উত্তরে তাঁরা বললেন, 'আমরা বেশী ফলনের আশায় এরূপ করছি।' অতঃপর তিনি (সঃ) বললেন, 'তোমরা যদি এসব না কর, তাহলে ভালো হয়।' লোকেরা ছেড়ে দিলেন। পরে দেখা গেল যে, ফলন পরিমাণে কম হয়েছে। অতঃপর এ ব্যাপারে আল্লাহর রাসূল (সঃ)-কে অবহিত করা হলে তিনি (সঃ) বললেন, 'আমি একজন মানুষ মাত্র, যখন শরীয়তের ব্যাপারে তোমাদেরকে কিছু নির্দেশ করি, তখন তা অবশ্যই গ্রহণ করো এবং যখন আমি আমার তরফ থেকে কিছু নির্দেশ করি সুতরাং আমি তো একজন মানুষ (অর্থাৎ মানুষ হিসাবে আমার ভুল হতে পারে। কিন্তু দ্বীনের ব্যাপারে আমি যা বলি, তা আল্লাহর পক্ষ থেকে বলি)।

(মুসলিম ৬২৭৬ আহমাদ ১২১৫নং, ত্বাবারানী ৪/৩৭৯)

বিষয়ভিত্তিক হাদীস সংকলন
হাদীস সম্ভার শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
(বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, দাঈ আল-মাজমাআ​
 
মহানবী – মানুষ ছিলেন
عن رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَدِمَ نَبِيُّ اللَّهِ -صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقَّحُونَ النَّخْلَ فَقَالَ « مَا تَصْنَعُونَ ». قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ « لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ». فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ – قَالَ – فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ « إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ رَأَى فَإِنَّمَا أَنَا بَشَرٌ​

রাফে' বিন খাদীজ বলেন, আল্লাহর রাসূল (সঃ) যখন মদীনায় আগমন করলেন, তিনি লোকদেরকে খেজুর গাছের পরাগ মিলন (অর্থাৎ পুরুষ পরাগ নিয়ে স্ত্রী পরাগের মিলন) ঘটাতে দেখে বললেন; ‘তোমরা একি করছো?' উত্তরে তাঁরা বললেন, 'আমরা বেশী ফলনের আশায় এরূপ করছি।' অতঃপর তিনি (সঃ) বললেন, 'তোমরা যদি এসব না কর, তাহলে ভালো হয়।' লোকেরা ছেড়ে দিলেন। পরে দেখা গেল যে, ফলন পরিমাণে কম হয়েছে। অতঃপর এ ব্যাপারে আল্লাহর রাসূল (সঃ)-কে অবহিত করা হলে তিনি (সঃ) বললেন, 'আমি একজন মানুষ মাত্র, যখন শরীয়তের ব্যাপারে তোমাদেরকে কিছু নির্দেশ করি, তখন তা অবশ্যই গ্রহণ করো এবং যখন আমি আমার তরফ থেকে কিছু নির্দেশ করি সুতরাং আমি তো একজন মানুষ (অর্থাৎ মানুষ হিসাবে আমার ভুল হতে পারে। কিন্তু দ্বীনের ব্যাপারে আমি যা বলি, তা আল্লাহর পক্ষ থেকে বলি)।

(মুসলিম ৬২৭৬ আহমাদ ১২১৫নং, ত্বাবারানী ৪/৩৭৯)

বিষয়ভিত্তিক হাদীস সংকলন
হাদীস সম্ভার শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
(বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, দাঈ আল-মাজমাআ​
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,350Threads
Total Messages
17,210Comments
Total Members
3,679Members
Latest Messages
Shajib AuzidLatest member
Top