বিভিন্ন ফিরকা মুসলিম সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নয় বলে চেঁচামেচি করে।

    Nobody is reading this thread right now.
Joined
Feb 23, 2024
Threads
62
Comments
84
Reactions
772
মহানবী – মানুষ ছিলেন
عن رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَدِمَ نَبِيُّ اللَّهِ -صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقَّحُونَ النَّخْلَ فَقَالَ « مَا تَصْنَعُونَ ». قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ « لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ». فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ – قَالَ – فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ « إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ رَأَى فَإِنَّمَا أَنَا بَشَرٌ​

রাফে' বিন খাদীজ বলেন, আল্লাহর রাসূল (সঃ) যখন মদীনায় আগমন করলেন, তিনি লোকদেরকে খেজুর গাছের পরাগ মিলন (অর্থাৎ পুরুষ পরাগ নিয়ে স্ত্রী পরাগের মিলন) ঘটাতে দেখে বললেন; ‘তোমরা একি করছো?' উত্তরে তাঁরা বললেন, 'আমরা বেশী ফলনের আশায় এরূপ করছি।' অতঃপর তিনি (সঃ) বললেন, 'তোমরা যদি এসব না কর, তাহলে ভালো হয়।' লোকেরা ছেড়ে দিলেন। পরে দেখা গেল যে, ফলন পরিমাণে কম হয়েছে। অতঃপর এ ব্যাপারে আল্লাহর রাসূল (সঃ)-কে অবহিত করা হলে তিনি (সঃ) বললেন, 'আমি একজন মানুষ মাত্র, যখন শরীয়তের ব্যাপারে তোমাদেরকে কিছু নির্দেশ করি, তখন তা অবশ্যই গ্রহণ করো এবং যখন আমি আমার তরফ থেকে কিছু নির্দেশ করি সুতরাং আমি তো একজন মানুষ (অর্থাৎ মানুষ হিসাবে আমার ভুল হতে পারে। কিন্তু দ্বীনের ব্যাপারে আমি যা বলি, তা আল্লাহর পক্ষ থেকে বলি)।

(মুসলিম ৬২৭৬ আহমাদ ১২১৫নং, ত্বাবারানী ৪/৩৭৯)

বিষয়ভিত্তিক হাদীস সংকলন
হাদীস সম্ভার শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
(বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, দাঈ আল-মাজমাআ​
 
মহানবী – মানুষ ছিলেন
عن رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَدِمَ نَبِيُّ اللَّهِ -صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقَّحُونَ النَّخْلَ فَقَالَ « مَا تَصْنَعُونَ ». قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ « لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ». فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ – قَالَ – فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ « إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ رَأَى فَإِنَّمَا أَنَا بَشَرٌ​

রাফে' বিন খাদীজ বলেন, আল্লাহর রাসূল (সঃ) যখন মদীনায় আগমন করলেন, তিনি লোকদেরকে খেজুর গাছের পরাগ মিলন (অর্থাৎ পুরুষ পরাগ নিয়ে স্ত্রী পরাগের মিলন) ঘটাতে দেখে বললেন; ‘তোমরা একি করছো?' উত্তরে তাঁরা বললেন, 'আমরা বেশী ফলনের আশায় এরূপ করছি।' অতঃপর তিনি (সঃ) বললেন, 'তোমরা যদি এসব না কর, তাহলে ভালো হয়।' লোকেরা ছেড়ে দিলেন। পরে দেখা গেল যে, ফলন পরিমাণে কম হয়েছে। অতঃপর এ ব্যাপারে আল্লাহর রাসূল (সঃ)-কে অবহিত করা হলে তিনি (সঃ) বললেন, 'আমি একজন মানুষ মাত্র, যখন শরীয়তের ব্যাপারে তোমাদেরকে কিছু নির্দেশ করি, তখন তা অবশ্যই গ্রহণ করো এবং যখন আমি আমার তরফ থেকে কিছু নির্দেশ করি সুতরাং আমি তো একজন মানুষ (অর্থাৎ মানুষ হিসাবে আমার ভুল হতে পারে। কিন্তু দ্বীনের ব্যাপারে আমি যা বলি, তা আল্লাহর পক্ষ থেকে বলি)।

(মুসলিম ৬২৭৬ আহমাদ ১২১৫নং, ত্বাবারানী ৪/৩৭৯)

বিষয়ভিত্তিক হাদীস সংকলন
হাদীস সম্ভার শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
(বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, দাঈ আল-মাজমাআ​
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন
 
বেদাতিদের দলীল দিলেও তারা বিশ্বাস করতে চায় না।
 
Back
Top